পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০১:১৬:৫৯ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

শ্রীশ্রীচণ্ডিকা গুণাতীতা গুণময়ী। সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিলবিশ্বের প্রকৃতিস্বরূপিণী। তিনি পরিণামিনী নিত্যা নির্গুণ চৈতন্য সৃষ্টিপ্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীলরূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক্‌ অথবা সরস্বতী; তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী; আবার সংহারকালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। দুর্গোৎসব বলতে একাধারে এই ত্রিমূর্তির আরাধনাই। এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানবজীবনের পরম কামনা, সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্তলোক।