পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অসমাপ্ত

অস্তিত্বের পারে পারে
এ-দেখার বারতারে
বহিয়াছি রক্তের প্রবাহে।
দূর শূন্য দৃষ্টি রাখি’
আমার উন্মনা আঁখি
এ-দেখার গূঢ় গান গাহে॥


বোলো আজি তা’রে,
চিনিলাম তোমারে আমারে।
হে অতিথি, চুপে চুপে
বারম্বার ছায়ারূপে
এসেছো কম্পিত মোর দ্বারে।
কত রাত্রে চৈত্রমাসে,
প্রচ্ছন্ন পুষ্পের বাসে
কাছে-আসা নিঃশ্বাস তোমার
স্পন্দিত ক’রেছে জানি
আমার গুণ্ঠন খানি,
কাঁদায়েছে সেতারের তার॥

৩৯