বিষয়বস্তুতে চলুন

পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৮
সিন্ধুতরঙ্গ

জড় দৈত্য শক্তি হানে,   মিনতি নাহিকো মানে—
প্রেম এসে কোলে টানে, দূর করে ভয়।
এ কি দুই দেবতার   দ্যূতখেলা অনিবার
ভাঙাগড়াময়?—
চিরদিন অন্তহীন জয়পরাজয়?


৪৯ পার্ক্ স্ট্রীট আষাঢ় ১৮৮৭