পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মামি SO) আমি বললাম, কেন ব্যস্ত হচ্ছেন মামা, খাবারের কিছু দরকার নেই। ভাগনের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। মামি বললে, বসে তোমরা, আমি আসছি। বলে ঘর থেকে বেরিয়ে গেল। মামা হেঁকে বললেন, কোথায় গো ? বারান্দা থেকে জবাব এল, আসছি। মিনিট পনেরো পরে মামি ফিরল। দু হাতে দুখানা বেকাবিতে গোটা চারেক করে রসগোল্লা, আর গোটা দুই সন্দেশ। যতীন মামা বললেন, কোথেকে জোগাড় করলে গো ? বলে, একটা বেকবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললে, তা দিয়ে তোমাব দরকার কী ? যতীন মামা নিশ্চিন্তভাবে বললেন, কিছু না! যা খিদেটা পেয়েছে ; ডাকাতি করেও যদি এনে থাক কিছু দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে সাধবী অনেক কিছুই করে। আমি কুষ্ঠিত হযে বলতে গেলাম, কেন মিথ্যে— বাধা দিয়ে মামি বললে, আবার যদি ওই সব শুবু বকর ভাগনে, আমি কেঁদে ফেলব। আমি নিঃশব্দে খেতে আরম্ভ কবলাম । মামি ও ঘব থেকে দুটাে এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, ওযাক! কী বিশ্ৰী বসগোল্লা! বাইল পডে, খেয়ো তুমি, নযা তো ফেলে দিযে। দেখি সন্দেশটা কেমন! সন্দেশ মুখে দিয়ে বললেন, হঁ্যা এ জিনিসটা ভালো, এটা খাব। বলে সন্দেশ দুটো তুলে নিয়ে রেকবিটা ঠেলে দিয়ে বললেন, যাও তোমাব সুজির টিপি ফেলে দিয়োখন নর্দমায়। অতসী মামিব চোখ ছলছল কবে এল। মামার ছলটুিকু আমাদেব কারুর কাছেই গোপন বইল না। কেন যে এমন খাসা বসগোল্লাও মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল বুঝে আমার চোখে প্রায় জল আসবার উপকম হল । মাথা নিচু কবে বেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবাব চােখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকবিটা দরজার ওপরে তাকে তুলে বাখছে। সন্ধ্যার অন্ধকাব ঘনিয়ে এলে মামি ঘরে ঘরে প্রদীপ দেখাল, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্ৰদীপ৷ জ্বলিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কী যেন ভাবতে লাগল। যতীন মামা হেসে বললেন, আরো লজা কীসের! নিতাকার অভ্যাস, বাদ পড়লে রাতে ঘুম হবে না । ভাগনের কাছে লজা করতে নেই। আমি বললাম, আমি. না হয়— পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্ৰণাম করল। V লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়াল, আমি বললাম, দাড়াও মামি, একটা প্ৰণাম করে নিই। মামি বললে, না না ছি ছি— বললাম, ছিছি নয় মামি!! আমার নিত্যকার অভ্যাস না হতে পারে, কিন্তু তোমায় প্ৰণাম না করে যদি আজ বাড়ি ফিরি রাত্রে আমার ঘুম হবে না ঠিক। বলে মামির পায়ে হাত দিয়ে প্ৰণাম করলাম।