পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম দৃপ্ত ©ጫ দারোগ। বড় ছেলে মানুষ ! তা শোন গয়ারাম, বা করেছ, তাতো করেছই, আর কখনো যেন অমন কাজ করে না। বুঝেছ ? গয়া । আজো হ্যা । * * * দারোগা । মনে থাকবে তো ? আবার কোনদিন যদি শুনেছি, তাহলে কিন্তু একেবারে চালান করে দেব । আচ্ছা যাও । [ গয়ারাম চোখের জল মূছে চলে গেল ] শিবু । কিন্তু হুজুর, শম্ভু যে ওর ছেলেরে উল্কানি দিলে, তার কি হবে ? দত্ত। সেটা তো প্রমাণ সাপেক্ষ হে শিবু । পাচু। এর আবার প্রমাণ থাকবে কি দত্তজা। এতে আপনার জলের মতই পরিষ্কার । দারোগ। জল সব সুম পরিষ্কার থাকে নাহে পাচু মাঝে মাৰে বোলাও হয়ে যায়। তা বুঝলে শিবু, যতদূর আমি দেখলুম, এতে তোমার ভাইয়ের কোন দোষ নেই। স্বতরাং পুলিশেরও এ ব্যাপারে করণীয় কিছু নেই। তবে তোমরা যদি চাও তাহলে ফৌজদারী করতে পারে। পাচু । আজ্ঞে প্রেয়োজন হলি তাই আমাদের করতি হবে। দারোগ। তাহলে তাই করে। কইরে ফেলারাম, পাড়ে, চল চল—সব। চৌধুরী। সে কি ধুলোপায়ে একেবারে—তাকি কখনো হয় নাকি ? - একবার আমার ওখানে চলুন। এবেলার মত— স্বারোগ। আরে না, না—আপনি ব্যস্ত হবেন না চৌধুরী মশাই। দত্ত। বিলক্ষণ, এর আর ব্যস্ত হবার কি আছে। ও আপনার কারোগাই বলুন, জার হাকিমই বলুন, গায়ে একবার এলে পড়লে—নইলে মনে করুন, এতে ষে চৌধুরী মশায়ের অপমান হবে। - চৌধুরী। ওরে ফেলারাম, তুই বাবা একটু জাগে জাগে ৰা-কাছারীতে গিয়ে খবর দে, আমি মারোগাবাবুকে নিয়ে যাচ্ছি। कांदब्रांशों ! cनश९ हांझरंबन नीं वर्षन--