পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e মামলার ফল শিবু । বলি, দেশছাড়া হইয়ে আর যাবে কোথায় ? ফেলারে তার সন্দানে লাগিয়েছে পাচু। গঙ্গা। ঐ পাঁচুটাই হইয়েছে ওর মুষোল। মূখ পোড়ারে দেব একদিন ব্যাটাপেট কইরে । শিবু আঃ, ছিঃ ছিঃ, তুই কারে যে কি বলিস বড় বোঁ । নিজের মায়ের পেটের ভাই— গঙ্গা । ভাই বলেই তো কিছু বলিনি এদিন । নইলে— শিবু ও, হ্যা ভাল কথা, হ্যারে, পরশু দিনে শুনয় শম্ভু নাকি ঝাড়ের থেকি দুটো বঁাশ কেইটে নে গিয়েছে। গঙ্গা ৷ ই্যা । শিৰু। তুই ত্যাকন বাড়ী ছিলিনি ? গঙ্গা। থাকবো না ক্যানে ? নিজির চোকিই তো সব দেকন্তু । শিবু। তা আমারে তুই একবার জানালি নে ? গঙ্গা । এর আর জানানোর কি আছে ? বঁাশ ঝাড় কি তোমার একার ? ঠাকুরপোর তাতে ভাগ লেই ? শিবু তোর কি মাথা খারাপ হইয়েছে বড় বোঁ ? [ পাচুর প্রবেশ ] পাচু। সামস্ত মশাই, ব্যবস্থা সব হইয়ে গেল। শিবু । কিসের ব্যবস্থা পাচু ? পাচু। পাচু থাকলি ঘা হয় তাই। সদর খেইকে একেবারে ওয়ারিন্ট বার করিয়ে এইসেছি । শিৰু। ওয়াৱিন্ট কি আবার ? ও পাচু ? পাচু। গেরেপ্তারি পরোয়ানা। দিদি, ঘরে যাচ্ছ? এক ঘটি জল তাও তো। গঙ্গ। ওই তো কলসী রইয়েছে। গড়িয়ে খা । [ ঘরে ঢুকে গেল ]