পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দু-চার কথা মহেশের মতো মামলার ফলেরও নাট্যরূপদানে অনুপ্রাণিত করে এবং নাট্যনির্দেশনার দায়িত্ব দিয়ে লি.টি. সি.ই. রিক্রিয়েশন ক্লাব আমার কৃতজ্ঞতাভাজন হয়েছেন। মহেশের মতো এটিও পাঠক সাধারণ ও নাট্যসংস্থাগুলি কর্তৃক আদৃত হলে আমার পরিশ্রম দার্থক হবে। পুস্তক প্রকাশনায় এবারও শ্রদ্ধেয় শ্রযতীন্দ্রকুমার ঘোষের আমুকুল্য পেয়েছি। তাকে আমার প্রণাম জানাই । আমার শিক্ষাগুরু ডঃ শ্ৰশিবপ্রসাদ ভট্টাচার্য এর একটি মূল্যবান ভূমিকা লিখে দিয়ে আমাকে সম্মানিত করেছেন । তাকেও আমার প্রণাম জানাই । যে-সব শিল্পী ও কলাকুশলী প্রথম অভিনয় রজনীতে অংশ গ্রহণ করেছিলেন, র্তাদের জানাই আস্তরিক অভিনন্দন । 聯 尊 壽 মহেশ নাটকের গানগুলির রচয়িত কে, এ সম্পর্কে অনেকে কৌতুহল প্রকাশ করেছেন। তাই পাঠক সাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, মহেশের মতো মামলার ফলের গানগুলিও আমারই রচিত। আমার শিক্ষাগুরু কবি ঐদিনেশ দাস এবং গুরুপ্রতিম কবি ও সাহিত্যতত্ত্বজ্ঞ ডঃ শ্ৰীশুদ্ধসত্ত্ব বস্থর হাতে ‘মামলার ফল’ শ্রদ্ধার সঙ্গে অর্পণ করলাম। নাট্যরসিক ও স্বধীজনের জন্ত রইল প্রীতি ও শুভেচ্ছা । রবি রায়