পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v Bas য়া আছে, এবং তােহা দেখিয়া তাহারা আতঙ্কিত হইল । প্র’। সে যুবক বা কেটা ? উস্ ! ইনি থ্রীষ্টের মৃত্যু বিষয়ে সাক্ষী হইবার জন্যে স্বৰ্গ হইতে প্রেরিত এক জন আিদত ছিলেন, এই হেতুক । উহার তাহাকে দেখিবা মাত্র ভীত হইল । প্রাগ | উহাদিগকে ভীতা দেখিয়া ঐ দূত কি কহিলেন ? উক্ত | কহিলেন, যে ভীত হইও না, তোমরা খুঁীষ্টের অন্বেষণ করিতেছি, তিনি উঠিয়াছেন, এখানে নাই ; তোমারা চলিয়া গিয়া তাহার শিষ্যগণকে ও পিতরকে কহিয়া দেও, যে তিনি তোমাদের আগ্নে গালীলে । যাইতেছেন, সেই স্থানে তোমরা তাহার দেখা পাইবা; যেমত তিনি তোমাদিগকে কহিয়াছিলেন 1, প্রা। ইহাতে কি শিক্ষণ পাই ? ] উৎ । তিনটা শিক্ষা পাই । ] প্রথম এই, যে মৃত্যু হইতে যে গুীষ্টের উত্থান, ২ সেটা সত্য ও সৰ্বতোভাবে গ্রাহ বটে। ফল, সেটা যদি মিথ্যা হইত। তবে ঈশ্বর ঐ মত স্থির করিাতেন না, কি না তদ্বিষয়ে সাক্ষী দিবার জন্যে এক जब य স্বৰ্গহইতে পাঠাইয়া দিতেন না । দ্বিতীয়, কেহ যদি কোন ঋণি লোকের জামিন হইয়া কয়েদ হয়, তবে সে যাবৎ পৰ্য্যন্ত সেই ঋণ পরিশোধ করিতে না পারে, তাবৎ পৰ্য্যন্ত খালাস হইতে পরিবে না ; তেমনি থ্রীষ্ট লোকদের পাপরুপ ঋণের জামিন হইয়া তন্নিমিত্তে মৃত্যু স্বরূপ কারাগারে বদ্ধ হইলেন ; অতএব তাহার তাহা হইতে মুক্ত হওয়াতে নিশ্চয় জানা যায়, যে পাপবিমোচনকারক