পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NeRNO চতুৰ্দশ অধ্যায়ের ১ পদ অববি ১১ পদ পৰ্য্যন্ত । দুই দিবস পরে পস্হা ও অখমীরি ব্ৰুটীর পর্ব হুইল, তাহাতে প্রধান যাজকেরা ও অধ্যাপকের অনুসন্ধান করিল, যে তাহারা কি ৰূপে ছল করিাস্বয় তাহাকে ধরিয়া বধ করিতে পারে । কিন্তু তাহারা কহিল, যে পৰ্ব্বসময়ে নয়, কি জানি লোকদেৱ গোলমাল বা হয় । পরে তিনি বেথনীয়ায় শিমোন কুঠির ঘরে ভোজনে বসিলে এক স্ত্রীলোক একটা স্মরণ পুস্তরের কোটাতে অতি দুর্লভ জটামাৎসী তৈল সঙ্গে লইয়া সেখানে আইল, এবঃ কৌটা খুলিয়া তাঁহার মস্তকে ঢালিয়া দিল। তাঁহাতে কেহ ২া আপন অন্তরে বিরক্ত হইয়া কহিল, যে ও তৈলের এমত অপব্যয় কেন হুইল ? সে তিন শত সিকি হইতেও অধিক মূল্যে বিক্ৰীত। হইলে দরিদু লোকদিগকে বিতরণ হইতে পারিত; এব’ তাহার প্রতি তাহারী কিছুকচি করিতে লাগিল। তখন ফ্লিপ্ত কহিলেন, উহাকে থাকিতে দেও, তাহাকে কেন ব্যস্ত করিতেছি ? সে তো আম্যার উপর একটা সুকৰ্ম্ম করিয়াছে। কেননা দরিদেরা সতত তোমাদের নিকটে থাকে, এবং যখন