পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NONSG পস্হা প্ৰস্তুত করা; অতএব শিষ্যেরা গিয়া তাহার কথানুসারে সেই লোকের সাক্ষাৎ পাইয়া প্রস্তুত করিলে | প্রাণী । ইহাতে কি শিক্ষা পাই ? 动°1侍a节前ff交f外f专1 প্রথম এই, যে খৃষ্ট সৰ্বজ্ঞ, তাহণ না হইলে যে সকল ঘটবে সে সকল তিনি পূৰ্বে কি রূপে জানিতে পারিলেন ? দ্বিতীয়, শিষ্যদের সহিত পস্হা থাইবার নিমিত্তে তোমার গৃহে যাইতে আমার আবশ্যক আছে, ঐ ব্যক্তি গুীষ্টের কথার এই অভিপ্রায় বুঝি ৰামাত্র যেমন তাহাকে স্থান দিল, তেমনি তিনি আমাদের অন্তঃকরণ রূপ গৃহে তে স্থান চাহিতেছেন ; শাস্ত্রীয় বাক্যের তাৎপৰ্য্যদ্বারা ইহা অবগত হইবামাত্র অত্য- } বিলম্বে অবিশ্বাস রূপ কপাটকে থুলিয়া তন্মধ্যে আসিতে তাহাকে অভ্যর্থনা করা আমাদের কৰ্ত্তব্য কৰ্ম্ম। তৃতীয়, গুইিষ্ট কোন কৰ্ম্ম করিতে নিদ্ধাৰ্য্য করিলে তাহার তৎ কৰ্ম্ম নিষ্ণপাদক ব্যক্তির অভাব নাই, যে হেতুক তাহার ইচ্ছা হইলে সকল মনুষ্যই তন্নিষ্পপাদিক রূপে তাহার করতলে আছে; ইহার সাক্ষাৎ, প্রমাণ দেথ, ঐ ব্যক্তির ঘরে থ্রীষ্টের যাইবার আবশ্যক ছিল, অতএব সে তাহার আগমনের কথা শুনিবা মাত্র কোন বাধার কথা না কহিয়া তৎক্ষণাৎ তাহাকে আসিতে দিল। ফল, ইহাদ্বারা খুঁষ্টের ঈশ্বরত্ব অতি ঈষ্ট রূপে প্রকাশিত হয়, যে হেতুক তিনি আপন ঈশ্বর ত্বদ্বারা সে ব্যক্তির মন বশীভূত করিয়া এমত ঘটাইলেন ।