পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Note লোক সকল উচ্চৈঃস্বরে ফেঁচাইয়া তাহার স্থানে যাচূঞা করিতে লাগিল। তখন পীলাত তাহাদিগকে | উত্তর করিয়া কহিলেন, আমি তোমাদের নিকট খ্রিন্থদীদের রাজাকে মুক্ত করিয়া দেই, এই তোমা-- দের ইচ্ছা কি না? কেননা সে জানিত, যে প্রধান যাজকেরা আঁহাকে ঈর্ষ ভাবেতে সমর্পণ করিয়া- ৷ ছিল; কিন্তু সে যে তঁহার অপেক্ষায় বরণ বরাদ্বাকে তাহাঁদের নিকট মুক্ত করিয়া দেয়, ইহা চাহিতে সে প্রধান যাজকগণ লোকদিগকে উষ্কাইল। তখন পীলাত তাহাদিগকে উত্তর করিয়া পুনৰ্বার কহিল, তবে তোমরা য়িহুদীদের রাজা করিয়া যাহাঁকে বল, তাহার বিষয়ে কি চাহ যে আমি করি ? তাহারা পুনরায় চেঁচাইল, যে তাহাকে ক্রুশ দেও। তখন পালাত তাহাদিগকে কছিল, কেন ? সে কি মন্দ করিয়াছে ? কিন্তু তাহারা ততোধিক বড়ই চীৎকার করিল, যে তাহাকে ক্রুশ দেওঁ । অতএব পীলাত লোকদের ভুষ্টি জন্মাইতে ইচ্ছুক হুইয়া তাঙ্কাদের নিকট বারদ্বাকে মুক্ত করিয়া দিল, এবং য়িস্তকে কোড়া মারাইয়া ক্রুশোতে টাঙ্গাইতে সমর্পণ কুরিল ৷