পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No. 8 প্রথম এই, যে মানুষ্যেরা যৎকরণক আশুয়া করিয়া পাপ কৰ্ম্ম করে, ঈশ্বর যথাৰ্থ ৰিচার করিয়া কখন ২ তৎকরণদ্বারা তাহদের সে পাপের শান্তি দেন। দেখ, | য়িহদী লোকেরা রুমি দেশীয় পীলাতকে কাৰ্য্যসাধকত্ব অবলম্বন করিয়া তন্দুরা খৃষ্টকে নষ্ট করিল, এই হে- | তুক ঈশ্বর তাহাদিগকে অল্প বৎসরের মধ্যেই ঐ রুমী লোকদের হস্তে সমর্পণ করাইয়া তত্তদূরা তাহদেৱ সৰ্বনাশ করিলেন। আর তাহারা পশিহা পৰ্বের । সময়ে এই দুষ্কৰ্ম্ম করাতে ঈশ্বর তাহদের দণ্ডও সেই | পর্বের কালেতেই করিলেন ; যে হেতুক পশহা পৰ্ব্ব | পালনাৰ্থে য়িহুদী দেশীয় নানা গ্রামস্থ লোক সমূহ | যৎকালে য়িরোশালেমে আসিয়াছিল, তৎকালে রুমী লোকেরা আসিয়া নগর বেইটন করতে সকলকে রুদ্ধ করিয়া নষ্ট করিল। দ্বিতীয়, পারমার্থিক বিষয়ের রাজা ছিলেন এমন যে খৃষ্ট, উহারা তাহাকে মিথ্যা দোষ দিয়া পরহস্ত গত করিল ; অতএব, সেই পাপ প্রযুক্ত পূৰ্বকালে কেবল তাহদেরই ছিল যে পারমার্থিক বিষয়ের । রাজ্য, ঈশ্বর সাম্প্রসারিক বিষয়ের সহিত তাহ আপ- | হরণ করিলেন ; এই হেতুক তাহারা তৎকালাবধি ঈশ্বরীয় সত্য ধৰ্ম্ম বিষয়ে অন্ধীভূত হইয়া পর্বের মত আর ঈশ্বরীয় লোক বলিয়া গণ্য করা যায় না ; বরণ তাহার ক্রোধাপাত্ৰ হইয়া অদ্যাবধি ছিন্ন ভিন্ন হইয়া দেশ দেশান্তরে বেড়াইতেছে । . : 7 1 প্র’। লিথিত আছে, যে উহারা খ্রীষ্টকে বান্ধিয়া পালাতের নিকটে লইয়া গেল, তবে তিনি যে তাহদের দ্বারা