বিষয়বস্তুতে চলুন

পাতা:মার্ককর্তৃক রচিত মঙ্গল সমাচার কাব্যের প্রশ্নোত্তর ঘটিত টীকা পুস্তক.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NలిRe ইয়া সেই কাপড়ে জড়াইয়া পাষাণে খোদিত এক ৷ কবরে শোয়াইয়া কবরের দ্বারে এক প্রস্তর গড়াইয়া । রাখিল । এবং তিনি কোন স্থানে রাখা যান, ইহা দেখিতে মারিয়া মাগদলেন ও য়োসের মাতা মারিয়া | থাকিল । প্রশ্ন থ্রীষ্টের আসন্ন কুশলে দুই প্রহর বোলা অৱধি তিন । প্রহরা পৰ্য্যন্ত কি ঘটিল ? উত্তর। দেশ সমুদয় অন্ধকারাবৃত হইয়া থাকিল। প্র০ । ইহাতে কি বোধ হয় ? উ° । এই বোধ হয়, যে গুীষ্ট উপদেশ দেওন কালীন যে আপনাকে জগতের দীপক করিয়া বলিলেন, সে কথা সত্যই বটে, যে হেতুক আঁহার মৃত্যুসময়ে দেশ সমুদ্ৰায় অন্ধকারাবৃত হইয়াছিল । ফল, সেই অন্ধকার ছিল একটা দুষ্টান্ত বিশেষ, কি না। খৃষ্ট হইয়াছেন পারমার্থিক বিষয়ে সূৰ্য্য স্বরূপ; তিনি যদি অবতীর্ণ না হইতেন, তবে তাহার মৃত্যুসময়ে দেশ সমুদয় যেমন অন্ধকারাবৃত ছিল, তেমনি জগৎস্থ তাবৎ লোকেরা পারমার্থিক বিষয়ে অন্ধকারাবৃত থাকিত । গুক্তি। সেই সময়ে যে অন্ধকার উপস্থিত হইল, সেটা কি কোন ভবিষ্যদুটনার দৃষ্টান্ত স্বরূপ, এমত বোধ হয় ? উ০ । হা, তাহার পর অত্যািল্ল কালের মধ্যে য়িহুদী লোকদের যে অন্ধতা ঘটিল, তাহার সূচক হইয়াছে সেই অন্ধকার, যে হেতুক তাহারা তৎকালাবধি পারমার্থিক বিষয়ে মহান্ধকারে পড়িয়া অদ্য পৰ্য্যন্ত সেই মতে