পাতা:মালতী-মাধব.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠ&ম অঙ্ক । 〉 c う কেন ? এত বেলা গেল, ভবু যে প্রত্যাগত হইল না ; কিছুই বুঝিতে পারিলাম না। প্রিয়সখি মদয়ন্তিকে ! আমি লবঙ্গিকার প্রত্যাবর্তন পথে যাইয়া দেখি । এই বলিয়া একাকিনী চলিলেন । অঘোরঘণ্টশিয্যা কপালকুণ্ডল এ পর্য্যন্ত পূৰ্ব্বাপকার বিস্তৃত হয় নাই। সে মাধবকে প্রতিফল দিবার নিমিত্ত নিয়ত ছিদ্রান্বেষণ করিতেছিল, এক্ষণে মালতীকে একাকিনী ও অনাথ পাইয়। ‘অঃ পাপিনি থাক, কোথা যাইস ?” বলিয়া সহসা ত্যাক্রমণ করিল। মালতী, “আৰ্য্যপুত্র ” বলিয়া সম্বোধন করিবেন, ইতিমধ্যে বাক্যস্তব্ধ হইল। তখন কপালকুণ্ডল প্ৰগলভবচনে কছিল, ডাক ডাক্‌ ; তপস্বিহস্তা, কন্যাচেীর তোর সে প্রিয় কোথায় ? আসিয়া রক্ষ করুক। আমার গ্রাসে পড়িয়ছিল, তার পলায়ন চেষ্ট বৃথা । শ্যেনপক্ষী পতিত হইলে, আর কি বনপক্ষিণীর পলাইবার যে থাকে ? আয়, এখন তোকে শ্ৰীপৰ্ব্বতে লইয়। গিয়া দগ্ধ মরণা করি, এই বলিয়। মালতীকে হরণ পূর্বক কপালকুণ্ডল প্ৰস্থান করিল। সহসা মদয়ন্তিকার দক্ষিণ লোচন নৃত্য করিয়া উঠিল । তখন তিনি সাতঙ্কমনে কহিলেন, জানি না কি বিপদ ঘটিবে। যাই, আমিও মালতীর অনুগমন করি, এই ভাবিয়া “প্রিয়সখি মালতী৷ ” বলিয়। ডাকিতে ডাকিতে চলিলেন । ইতিমধ্যে লবঙ্গিক। আসিয়া বলিল, সখি ৷ মালতী নই, আমি যে লবঙ্গিক । তিনি জিজ্ঞাসিলেন, কেমন লবল্পিকে ! মহামু ভাবকে যাহা বক্তব্য, বলিয়া