পাতা:মালতী-মাধব.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s»• - মালতীমাধব । না । সেই অবধি আমরা ইতস্ততঃ অন্বেষণ করিতেছি, ইতিমধ্যে আপনাদিগকে দেখিলাম।” মাধব শুনিয়া আদর্শনকে তৎকৃত পরিহাস বিবেচনা করিয়া কছিলেন, “অয়ি প্রিয়ে মাপতি ! যেন কিছু অমঙ্গল শঙ্কা হইতেছে, আর তোমার পরিহাসে কাজ নাই । আমি তোমার দর্শনে উৎসুক ; হে নিষ্করুণে ! উত্তর দাও । আমার হৃদয় বিহবল ও চিন্তাকুল ।" মকরন্দ কহিলেন, “বয়স্থ ! বিশেষ না জানিয়া শুনিয়াই এত কাতর হইতেছ কেন ? স্থির হও।” মাধব কছিলেন, “সখে । আর জানিব কি ? মাধবস্নেহে কাতর হইয়া প্রিয়তমা সকলই করিতে পারেন, ইছা কি তুমি জান না ?” তিনি বলিলেন,“সত্য ; কিন্তু ভগবতীসমীপে গমনেরও সম্ভাবনা আছে, অতএব চল, সেই খানে যাইয়া দেখি।” সকলেই সেই পরামর্শ যুক্তিযুক্ত বলিয়া আশ্রমাভিমুখে চলিলেন। যাইতে যাইতে মকরদ চিন্তা করিতে লাগিলেন, এক বার ভাবিতেছি আমাদিগের প্রিয়সঙ্গী ভগবতীসমীপে গিয়াছেন, আবার ভাবিতেছি তাছাকে আর কি পুনরায় জীবিত পাইব ; কোন চিন্তাতেই মন স্থির হইতেছে না। কেন না, সংসার অতি অনিত্য ; পুত্র মিত্র কলত্র ধন জনাদির সুখ সৌদামিনী স্করণের ন্যায় চঞ্চল। এই রূপ চিন্ত করিতে করিতে কামন্দকীর সমীপে গমন করিলেন।