পাতা:মালতী-মাধব.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম শ স্ব ! S \ } পর্যবসিত হয় । ছ। বয়স্য মুগ্ধ হুইলে! সখি মালতি । আর কত দূর কঠিন হইবে । বয়স্য যখন তোমার প্রাপ্তি বিষয়ে নিরাশ হইয়াছিলেন, তখন স্বীয় সত্যঃ তা প্রদর্শন করিয়া সাহস দিয়াছিলে, এক্ষণে বয়স্য কোন অপরাধ করেন নাই, বল, এ কি নিষ্ঠুর ব্যবহার ? হায়, এখনও নিঃশ্বাস পড়িল না । ছা, বিধাত। কি সৰ্ব্বনাশ করিলে। ওমা, হৃদয় যে বিদীর্ণ হয় ৷ দেহ বন্ধন যে শিথিল হয় । জগৎ শূন্য দেখিতেছি । অন্তর জ্বলিয়া গেল। অন্তর স্ত্র অবসর হইয়া গাঢ় তিমিরে মগ্ন হইতেছে। মৃচ্ছ যে আমাকেও গ্রাস করে । তামি আতি হতভাগ্য, এখন কি করি । আহ। কি কষ্ট ! কি কষ্ট ! আমার মনের কৌমুদী মহোৎসব, মালতী নয়নের পূর্ণচন্দ্র, মকরদের মনোরঞ্জন ও জীবলোকের তিলক সেই মাধব অদ্য লীন হইল ! হে বয়স্থ ! তুমি আমার শরীরের চন্দন রস, নয়নের শরচ্চন্দ্র এবং মনের মূৰ্ত্তিমান আনন্দ স্বরূ তুমি আমার জীবনের স্যায় প্রিয়তম ; দুরন্ত কাল অকস্মাৎ তোমাকে হরণ করিয়া আমাকে সংহার করিল ! হে অকরুণ ! স্মিতগর্ভ নয়ন উন্মীলন কর । হে নিদারুণ ? কথা কও । আমি তালুরক্তচিত্ত প্রিয় সহচর মকরন্দ, কেন আমাকে অনাদর করিতেছ ? এই বলিয়া গাত্ৰস্পৰ্শ করিব মাত্র মাধব ংজ্ঞাপ্রাপ্ত হইলেন। তখন মকরদ দেখিয়া আশ্বাসি ত হইয়া বলিলেন, নবজলধরের ধারা বর্ষণ অনুগ্ৰছে বয়স্য জীবিত হইলেন। उ॥३, गृश्नःि ** श्• ।। १:५१, ङे।। ११म $ं दिशमं