পাতা:মালতী-মাধব.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이지 | : SS তখন তিনি হৃষ্টচিত্তে অন্যত্র বিচরণ করিতে লাগিলেন । মঞ্চমুন্দ দেখিয়া অত্যন্ত উদ্বিগ্ন হইয়। ভাবিলেন, হ ! আজি উন্মাদরাহু মাধবপূর্ণচন্দ্রকে একেবারে গ্রাস করিল। হ। তাত ! হা মা তঃ ! হা ভাবতি কমন্দকি ! রক্ষা কর, এক বার অসিয়া মাধবের অবস্থা অবলোকন কর । এই রূণে মকসুদ রোদ ন করিতে লাগিলেন । মাধব চতুদি । অবলোকন করিয়া বলিলেন, আহ ! চম্পককুসুমে প্রিয়ার শল্পীর কান্তি, কুরসীগণে নয়নভঙ্গী, গজরাজে গতিবিলাস এবং সুললিত লতায় সুকুমার তা রহিয়াছে, দেখিতেছি, বোধ হয়, বনস্থলে সকলে প্রেয়সীকে বিভাগ করিয়া লইয়া থাকিবে । হা প্রেয়সি মালতি । এই বলিয়া মুর্ভুি ত ও ধরাশায়ী হইলেন। মকরদ দেখিয়৷ বিলাপ কর ত কহিলেন, হে জীবন । যে প্রিয় সুহৃদ জশ্যে গুণের আধার, শিশুকাল হইতেই তুমি একত্র বাল্য খেলাদি দ্বারা যাহার প্রণয় পাশে সবিশেষ বদ্ধ হইয়াছ এবং যিনি তোমার এক মাত্র অবলম্বন, এক্ষণে তাহকে প্রিয়াবিরহ বেদনায় এইরূপ কাতর দেখিরও তুমি দ্বিধাভূত হইলে না ! হায়, তোমার কি কঠিনতা ! এই বলিতেছেন, ইতিমধ্যে মাধব সংজ্ঞ লাভ করিয়া উঠিয়া ভাবিলেন, বিধতার সৃষ্টি কৌশলে এক বস্তু, অনায়াসেই অপরের অনুকরণ হইতে পারে ; ইহাতে প্রিয়ার বিভাগ সম্ভাবন করা অতি আয়ুক্ত। এই ভবিয়া উচ্চৈঃস্বরে বলিলেন, ওহে পাৰ্বতীয় দারণ্যচারি জীবাণ ! আমি মাধব, তোমরা অনুগ্রহ কঃিঃ আমার