পাতা:মালতী-মাধব.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»8० w মালতী মাধব | ’ ধান করিলেন। পরিশেষে পদ্মাবতীশ্বর, নন্দন ও ভূরিবস্তু তিন জনের আদেশ লইয়া কামন্দকীর চরণ বদন পূৰ্ব্বক নিজ নিজ বধূ সমভিব্যাহারে স্বদেশে উপনীত হইলেন । বিদর্ভ-রাজমন্ত্রী বহু দিনের পর বন্ধু সমবেত পুত্রের মুখ নিরীক্ষণ করিয়া পরম সুখী হইলেন ও নানা মহোৎসব করিতে লাগিলেন । এইরূপে দেবরাত ও ভুরিবস্তুর অভীষ্টসিদ্ধি হইল এবং মাধব ও মকরন্দ পরম সুখে কালক্ষেপ করিতে লাগিলেন । সম্পূর্ণ |