পাতা:মালতী-মাধব.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রস্থারম্ভ । প্রথম অঙ্ক | মাধব মদনোদ্যানে গমন করিলে মকরদ বন্ধবিরহে কাতর ছষ্টয়া ইতস্ততঃ তাহার অন্বেষণ করিতে লাগিলেন। ভাবিলেন, অবলোকিতার মুখে শুনিলাম, বয়স্য মদনোদ্যানে গিয়াছেন, অতএব সেই দিকেই যাই, এই স্থির করিয়া যাইতে যাইতে পথিমধ্যে মাধবকে প্রত্যাবৃত্ত দেখিলেন। তখন ঐ বয়স্য আসিতেছেন, এই বলিয়া তাহার ভাব ভঙ্গী নিরীক্ষণ করত চিন্ত৷ করিতে লাগিলেন । এ কি ! বয়স্যের গমন আলক্ষ্যে মন্থর, দৃষ্টি লক্ষ্যশূন্য, শরীর অব্যবস্থিত এবং নিঃশ্বাস অত্যায়ত দেখিতেছি । এ কি, এ যে মনোবিকারের লক্ষণ ! অথবা তাহা ভিন্ন আর কি হইতে পারে ; কারণ, ভুবনে কন্দপের আজ্ঞা অপ্রতিহত, যৌবনকালও হুনিবার বিকারের হেতু এবং ললনাগণের সেই সকল সুললিত মধুর ভাবে ও ধৈর্য্যহানি হইয় থাকে । মনোবিকারের এই সমুদায় কারণকলাপ থাকিতে আর অন্য সম্ভাবন করা বৃথা । মকরন্দ এই রূপে নানা তর্ক করিতে লাগিলেন ।