পাতা:মালতী-মাধব.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেথম অঙ্ক । SS উত্তর দিলেন না, লজ্জাবনত মুখে রছিলেন। মকরদ বুঝিয়া সম্মিত মুখে কছিলেন, বয়স্য ! বিনম্রবদনে রছিলে কেন ? দেখ কি ক্ষুদ্র কি বৃহৎ, কি নীচ কি মহৎ সকলের উপরই মনোভবের সমান প্রভুত্ব । তদীয় দুষ্পরিহরণীয় প্রভাবের বশম্বদ নছে এমন ব্যক্তি ত্ৰিভূবনে দুর্লভ। অন্তের কথা কি, বিশ্ববিধাত ব্ৰহ্মাও তদীয় বাণপাতপথে পতিত হইয়। বিপথে পদাপণ করিয়াছিলেন ; অতএব লজ্জা কি, গোপন করিবার প্রয়োজন নাই, বল । মাধব কহিলেন সখে! তোমাকে কেনই বলিব না ? বলি, শুন । অদ্য অবলোকিতার কথায় কৌতুকবিষ্ট হইয়া মদনযাত্রা দর্শনে কামদেবের মন্দিরে গিয়াছিলাম ; তথায় ইতস্ততঃ পরিভ্রমণ ও পৌরজনের প্রমোদ দেখিয়া নিতান্ত শ্রান্তি বোধ হইল। তখন মন্দির সন্নিহিত বলি বকুল রক্ষের তালবাল সমীপে বসিলাম । দেখিলাম, বিকসি ত মুকুণাবলীর মধুর পরিমলে লোলুপ হইয়া অলিকুল চতুর্দিক আকুলিত করিতেছে। দেখিলে বোধ হয়, যেন ঐ তরুই ঐ স্থলের মনোহর আভরণ স্বরূপ। নিরন্তর যদুচ্ছাক্রমে উহার পুশ সকল পড়িতেছিল ; আমি ঐ সকল কুসুমাবলী সঙ্কলিত করিয়া রচনচাতুর সম্পন্ন এক মনেইর মালা গণথিতে আরম্ভ করিলাম। ইত্যবসরে ভবনমধ্য হইতে কুমারীজনোচিত উজ্জ্বল বেশভূষায় বিভূযি ঠ কোন কুমারী পরিজনে পরিবেষ্টি ত হইয়। কামদেবের