পাতা:মালতী-মাধব.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম গঙ্ক । S 5 করিতে পারি না বটে, কিন্তু আন্তরক কোন হেতু আছেই আছে, সন্দেহ নাই । আন্তরিক হেতু অবলম্বন করিয়াই প্রণয়সঞ্চার হয়, বাহ্য আড়ম্বরের প্রয়োজন করে না । যা হউক, তার পর বল । মন্ত্রিপুত্র কছিলেন, অনন্তর তাছার সগীগণের ভ্ৰবিলাস পূর্বক আমাকে দেখিল এবং যেন পরিচিতের ন্যায় ‘এই সেই তিনি এই বলিয়া আমার প্রতি স্মি তমধুর কটাক্ষ বর্ষণ করিল। অনন্তর সেই অনুগামিনী কামিনীর দিকে মুখ ফিরাইয়া বিভ্রম বিলাসের সহিত করতালিক প্রদান করিয়া কহিল, ভর্তুদারিকে ! আমাদিগের কি পরম সৌভাগ্য ! দেখিয়াছ, এখানে কাহারও কেহ আছে, এই বলিয়া অঙ্গুলীর সঞ্চালনা দ্বারা আমাকে দেখাইয়। দিল । মকরন্দ শুনিয়া ভাবিলেন কি রূপে পরিচয় হইল। যাহা হউক, এ ত গুরুতর পূর্বরাগের লক্ষণ । ভাল, সমস্ত রত্তান্ত শুনা যাউক ; এই ভাবিয়া পুনরায় জিজ্ঞাসিলেন, বয়স্থ ! তার পর, তার পর। মাধব উত্তর করিলেন যখন ঐ রূপে নয়নে নয়নে সঙ্গতি হইল, ইত্যবসরে সেই আলোচনার শরীরে বিবিধ অনির্বচনীয় সাত্ত্বিক বিকারের লক্ষণ লক্ষিত হইল ; তাছার বাকুপথা গীত বিচিত্রতা, ও সুললিত বিভ্রম বিলাস প্রকাশ পাইতে লাগিল ; বোধ হইল যেন তিনি অধীর হইয়। মনোভবের বশম্বদ হইয়াছেন। পরে তিনি কখন স্থির ও বিকসিত নয়নে, কখন বা সভ্রভঙ্গ মিলোকনে, কখন বা মুকুলিত লোচনে,