পাতা:মালতী-মাধব.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्चैिौश मझ । vჭა কাছে সেই মহামুভবের বৃত্তান্ত শুন যাউক । ধালতী কহিলেন, সখি! মনের মত মন্ত্ৰণ করিয়াছ ; আমারও বড় কৌতুক হইয়াছে ; জিজ্ঞাসা কর । তখন লবঙ্গিক জিজ্ঞাসিলেন, আর্য্যে ! যাহার প্রতি গুরুতর স্নেহভরে আপনার মন নিয়তই অবনত, সে মাধব কে ? জানিতে ইচ্ছা করি। এ কথা অপ্রস্তাবিকী বটে, তথাপি অনুগ্রহ করিয়া বলিতে হুইবে । তিনি কছিলেন, যদি নিতান্ত আগ্ৰহ হইয়া থাকে শ্রবণ কর । বিদর্ভ দেশাধিপতির দেবরাত নামে নিখিল জনগণাগ্রগণ্য এক মন্ত্রী আছেন। ভুবনমগুলে তাহার মহিমা ও গরিমার পরিসীমা নাই। তিনি আমাদিগের অমাত্য ভূরিবস্তুর সতীর্থ। তিনি যাদৃশ লোক, অমাতাই বিলক্ষণ জানেন । র্তাহার বিমল যশোরাশিতে দিযুগুল ধবলিত হইয়াছে { তিনি নানা মুখসমৃদ্ধির তাজন, সমস্ত মহিমার বশীকরণ ও অখিল মঙ্গলের আয়তন। ইছ লোকে তাদৃশ জনের উৎপত্তি অতি বিরল। অমাত্য-পুত্ৰী কছিলেন, ইণ শুনিয়াছি, তিনি বড় প্রসিদ্ধ লোক । পিতা সর্বদাই র্তাহার নাম করিয়া থাকেন । লবক্ষিকাও বলিলেন, প্রাচীন লোকদিগের মুখে শুনিয়াছি, উহার একত্র বিদ্যাশিক্ষা করিতেন। পরিব্রাজিক বলিতে লাগিলেন, তাহার পর শ্রবণ কর। এই জগতে নয়ন মাত্রেরই মহোৎসবহেতুভূত উজ্জ্বল কান্তি, সুন্দর, সকল কলা পরিপূর্ণ, এক বাল চন্দ্র সেই দেবরাত রূপ উদয়গিরি হইতে উদিউ হইয়াছে। শুনিয়া লবঙ্গিক গোপনে মালতীকে কছিলেন,