পাতা:মালতী-মাধব.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীব জঙ্ক । \(t প্রিয়সমাগমবিরছে কমলিনী মৌনাবলম্বন করিল, কুমদিনী দেখিয়া যেন হাসিয়া উঠিল। পক্ষিগণ কলরব করিতে লাগিল। মেদিনী যেন যুতন ভাব অবলম্বন করিলেন । সন্ধাকালীন শস্থ নিতে অট্টালিকার অভ্যন্তরে এমত প্রতিদ্বনি হইতে লাগিল, যে তাহতে পুরী পরিপূরিত হইল। তত্ৰত বিহগকুলের বিনিদ্র হইয়া কলরব করিয়া উঠিল । কণমন্দকী কছিলেন, বৎসে অবলোকিতে ! বেলটি। একেবারে গিয়াছে, চল আমরা যাই | এই বলিয়া তাহারা গাত্রোথান করিলেন । তখন মালতী মনে মনে ভাবিতে লাগিলেন, ছায় নৃপতিসন্তোষের নিমিত্ত পিতার উপস্থার সামগ্ৰী হইয়াছি । রাজপ্রসাদলাভই পিতার বড়, মালতী কি কিছুই নহে! হা পিতঃ ! তুমিও আমার পক্ষে এত নির্দয় ! হায় ভোগকৃষ্ণ কি বলবতী ! আবার সানন্দমনে ভাবিতে লাগিলেন, আহা তিনি যেমন মহাকুলসস্তুত, তেমনি মহামু ভাব। প্রিয়সখী কি প্রিয়ভাষিণী ! “মহোদধি ভিন্ন পারিজাত তরুর উৎপত্তি আর কোথায় সম্ভাবতে পারে” এ সার কথা বলিয়াছে । আহ। আর কি পুনরায় র্তাহাকে দেখিতে পাইব ! এইরূপ নানা চিন্তা করিতে করিতে র্তাহাদিগের সহিত সৌধশিখর হইতে অবতরণ করিতে লাগিলেন। কমন্দকীও যাইতে যাইতে মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, আমি কোন পক্ষেই পক্ষপাত প্রকাশ করি নাই বটে, কিন্তু দৃতীক্লত্যের সমস্ত কৰ্ত্তব্য কৰ্ম্মই করিয়াছি, অন্ত বরে দ্বেষসঞ্চার করিয়াছি,