পাতা:মালতী-মাধব.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । 2b হইলেন । কামন্দকী ও মাধব আসিয়া দেখিলেন মকরন্দ ংজ্ঞাশুনা, খর নখর প্রহারে শরীর হইতে রুধিরধারা বিগলিত হইতেছে, অমিলত ভূতলে পতিত আছে এবং মদয়ন্তিক তাহাকে ধরিয়া তুলিতেছে। সকলে মকরদের তথাবিধ প্রহরক্লেশ দেখিয়া হাহাকার করিতে লাগিলেন । মাধব কহিলেন, ভগবতি । বয়স্য কি বিচেতনই থাকিলেন, তবে আমারও অাশা বৃথা । আমাকে রক্ষা করুন। এই বলিয়া মূৰ্ছিত ও ধরাশায়ী হুইলেন । লবঙ্গিক ধরিয়া তুলিতে লাগিল ।