পাতা:মালতী-মাধব.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ম!ল নীমাধব । لا يرا বা নরকপালের ঠণ্ঠন ধনি, কোথাও বা হুপ হপ দুপ, দীপ ইত্যাদি শব্দ, কোথাও বা মার মার ধর ধর, ইত্যাদি রব | মধ্যে মধ্যে শিবগণের ঘোর বিরাব । উলকমুখের ইতস্ত তং ধাবমান হইতেছে ; ত হাদিগের মুখ আকর্ণ বিদৰ্ণ ও বিকট দশন পঙক্তিতে পরিপূর্ণ, বাদান মাত্র অগ্নি প্রদীপ্ত হুইয়া উঠে। বিড় জ্বালার ন্যাস তাহাদিগের লোচন, তিমিরে কেহ লক্ষ্য কেহ বা অলক্ষ্য হইয়াই শবমাংস আন্বেষণ করিতেছে। কোন ভাগে পূতনগণ অবিরত নরমাংস গ্রাস করিতেছে, আবার রকদিগকে বচক্ষু ও ঘর্ঘর রবে কান্দিতে দেখিয়া গ্রস্তমাংস উদগীরণ পূর্বক শান্ত করিতেছে। তাহাদিগের খর্জুর রকের ন্যায় জঙ্গ, শরীর স্থি সমুদায় গ্রন্থি দ্বারা বদ্ধ ও ক্লষ্ণবর্ণ চৰ্ম্মে তারত দেখিতে কি ভয়ানক ! কোন দিকে দেখিলেন, লি ব টাকার পিশাচগণ, সহজেই বিবণ ও দীর্ঘকায় বলিয়া ভয়ানক, তাহাতে আবার বিশাল-রসন সঙ্কুল মুখ-কষ্টর প্রসারি ত করিয়া আরও ভয়ঙ্কর হইয়া আছে । সম্মুখে আরও এক বীভৎস কাও দেখি লেন। এক দরিদ্র পিশাচ বহুকালের পর এক শব পাইয় প্রথমতঃ তাহার চৰ্ম্ম সকল খণ্ড খণ্ড করিয়া তুলিল, স্ফীত ভূরিষ্ঠ পূতিগন্ধিস্থলভ মাংশ রাশি ব্যগ্রত সহকারে ভোজন করিল, পরে শ্রান্ত হইয়৷ ক বার চতুর্দিকে দৃষ্টিপাত পূর্বক স্থির হইল। অনন্তর সেই শব ক্রোড়ে লইয়৷ বিকট দশন বিস্তার করিয়া সন্ধিগত মাংস ভক্ষণ করিতে লাগিল । কোন (. लू பி