পাতা:মালতী-মাধব.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ } * : ! করে । তাহার কপালকুণ্ডল নামে এক শিয্যা আচে । সে ঐ কৃষ্ণচতুর্দশীর রজনীতে মন্ত্রসিদ্ধি প্রভাবে আকাশমার্গে উত্থিত হইয়া পরিভ্রমণ করত ঐ শ্মশানের উপরিভাগে উপনীত হইল এবং চিতাগন্ধ আঘাণ করিয়া বলিতে লাগিল, গন্ধ দ্বারাই অনুমান হইতেছে, এ সেই শ্মশান ভূমি। করালা দেবীর মন্দির ইহার নিকটেষ্ট হুইবে । মন্ত্রসাধনাসিদ্ধ আমার গুরুদেব অঘোরান্টের আদেশ ক্রমে, অদ থয় সবিশেষ পূজার তায়োজন করিতে হইবে । তার গুরুদেব অজ্ঞ; করিয়াছেন, দেবীর পরিতে সাৰ্থ আদ্য এক স্ত্রীরত্ন উপহার চাই । অ এর এই পদ্মাবতী নগরে অন্বেষণ করি, ف< এই বলিয়া নগরাভিমুখে মাইল ও নানা স্থল তযু সন্ধল করিয়া দেখিতে লাগিল। ঐ রাত্ৰিতে মালতী অট’ লিকার উপর অলিন্দে শয়িতা ও নিদি তা ছিলেন । হইল। তখন সে তাহাকে সর্ব লক্ষণসম্পন্ন, •) দেবীর উপহারযোগ্য স্ত্রীরত্ব দেখিয়া নিদ্রি ত দশাতেই বলি প্রদানার্থ হরণ করিয়া লইয়া গেল। অঘোর ঘণ্ট দেমির প্রীত হইল। পরে উভয়ে অন্যান্য পূজার উপকরণ আহরণ করিয়া পরিশেষে মালতীকে জাগরিত এবং রক্ত মাল্য ও রক্তবস্থে অলঙ্কত করিল | এক হস্তে অন্যান্য অৰ্চনাদ্রব্য লইয়া ও অন্য হস্তে মালতীয় হাত ধরিয়া বধ্যবেশে চামুণ্ড সমীপে লইয়া চলিল । নিরীহ মালতী পুর্বাপর কিছুই জানেন না। সহস