পাতা:মালতী-মাধব.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy)*' পঞ্চম ভাঙ্ক । মাত্র সংকল্প, স্নেহবশতঃ কেবল চির দিন তোমাকে দুঃখই জানাইয়াছি। ছ। প্রিয়সাখ লবঙ্গিকে ! এক্ষণে আমাকে কেবল স্বপ্নবিসরে দেখিবে ! এই বলিয়। অমাতাদুহিত। রোদন করিতেছেন, লোচন হইতে অবিরল জলধারা নিপতিত হইতেছে। মাধব দেখিয়া বলিলেন, এ কি, সেই চিত্তোম্মাদিনী প্রিয়তমা ? সন্দেহ নিরস্ত হইল। এক্ষণে জীবিত থাকিতে থাকিতেই জীবিতেশ্বরীর জীবন রক্ষায় যত্ন নাই। এই বলিয়৷ তদভিমুখে দৌড়িতে লাগিলেন। ওদিকে অঘোরঘণ্টও কপালকুণ্ডল দেবী সন্নিধানে উপস্থিত হইল ও সাষ্টাঙ্গ প্ৰণিপাত পূর্বক গদগদভাবে বলিল, দেবি । তুমি ব্রহ্মাওভাণ্ডোদরী, এই অপরিচ্ছিন্ন ব্রহ্মাণ্ডের সৃষ্টিস্থিতি প্রলয় হেতু কালে কালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ' প্রসব করিতেছে, তুমি আদ্যা প্রকৃতি ; সকলেই তোমার যোগমায়ায় অভিভূত। ছরি হর বিরিঞ্চি প্রভৃতি দেবগণও বর্ণনা করিয়া তোমার মহিমার ইয়ত্ত করিতে পারেন না। তুমি জীবগণের দেহে চেতনা, পুণ্যাত্মার ভবনে লক্ষী, বিদ্বান জনের হৃদয়ে বুদ্ধি, সজ্জনের হৃদয়ে শ্রদ্ধা ও মাতৃহৃদয়ে করুণা রূপে বাস করিতেছ। তোমার পবিত্র নাম স্মরণমাত্র, দারিদ্র্য দুঃখ, ভয়, রোগ, শোক প্রভৃতি উৎপাত সকল দূরে পলায়ন করে। তুমি ভক্তগণের বাঞ্ছা" কল্পতরু, ভক্তগণের অভ্যর্থনানুসারে নানা রূপে দমুজ - দল সংহার করিয়া ভূভার ছরণ করিয়াছ, তুমি যাহার প্রতি কৃপা কটাক্ষপাত কর, সে ইহুলোকে ও পরলোকে