পাতা:মালতী-মাধব.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালতীমাধব । م ترا দিন জীবিত ছিলাম। সবিশেষ শরীরসন্তাপ পুনঃ পুনঃ সহি খছি। যখন মলয়ম রুত সহ্য হইয়াছে, তখন তার বজ শতেও ভ করি না , যখন চন্দন রসে প্ৰাণ যায় নাই, তপন তার বিষমবিয পানে ও শঙ্কা নাই ; যখন চন্দ্রাতপ সহি বাছি, তখন আর চি তা অনলে ভয় নাই ; যখন ভ্রমর কোকিলের শ্রীতি ভীষণরবে হৃদয় বিদীর্ণ হয় নাই, তখন তার ঝ ঞ্জনকেও ক্লেশকর গণনা করি না। এইরূপ নানা অনর্থ পরম্প । সহ করিয়া পরিশেষে নিরাশ হুইয়া এই স হ সে পথ অবলম্বন করিলাম।" তার প্রিয়সখি ! তুমিও আমাকে সর্বদা মনে করবে এবং সেই জীবিতাধিকের স্বহ স্তসঙ্কলিত এই সুললিত বকুলমালকে মালতীর জীবন হইতে বিশেষ জ্ঞান করিবে না, সৰ্ব্বদা যত্ন পূর্বক কণ্ঠে ধারণ করবে। এই বলিয়া নিজ কণ্ঠ হইতে বকুলমালা উন্মোচন করিয়া মাধবের হৃদয়ে বিন্যাস করিতে করিতে দেখিলেন, লবন্সি কী নহে, অন্যের গলে মাল্য দিলেন । তখন তিনি ভীত ও কম্পি ত হইলেন । মাধব প্রিয়ার শরীরম্পর্শ লাভে ভাবিলেন, তাছা শরীর সুশীতল হইল! কপূররস, চন্দ্রকান্তমণি, শৈবাল, মৃণাল প্রভূতি যাবতীয় শীতল দ্রব্য একীকত হইয়া যেন শরীরে নিমন্ত হইল। তিনি কছিলেন, অয়ি পরবেদননভিজ্ঞ । তুমি কি একলাই যা তন অনুভব করিয়াছ ! দেখ, অননুভূত জ্বরে দেহ দগ্ধ হইয়াছে, কেবল সংকণপলব্ধ ত্বদীয় সমাগমে কথঞ্চিৎ যাতনা অপনীত হইয়াছে, এবং আমার প্রতি তোমার অকপট স্নেহ আছে, জানি