পাতা:মালতী-মাধব.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v ર 2 ہ:: ;": ہم ! ۔ মনে করিয়! আমাদের প্রধদপী কঁপিতেছেন।" মকরাদ শুনিয়া মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, লবঙ্গিক কি চত্বর ! কেমন সময় বুঝিয়া গুরুতর অন্নরাগ ও উপকারের স্থলটা প্রদর্শন করল । অনন্তর পার {* ত্ৰাজিক কহিলেন, “বৎস মাধব ! অমাত্য ভূরিবসু, সকল সামন্তগণের পূজ্য ও নম্য , এই মালতীই তাহার এক মাত্র অপত্যরত্ন ; প্রজাপতি ও রতিপতি উভয়েই যোগ্য সমাগম সমাধানে সুরসিক ; তাহার এবং আমিও অদ্য তোমাকে সেই রত্ন প্রদান করিতেছি," এই বলিয়া তানন্দ বাপ বর্ষণ করিতে লাগিলেন । তখন মকরন্দ বণিলেন, "ভগবতি ! তবে ত আপনার শ্ৰীচরণ প্রসাদে আমাদিগের মনোরথ সফল ছইল, তার আপনি রোদন করেন কেন ?" পরিব্রাজিকা অংশ মার্জন করিয়া বলিলেন, “বৎস মাধব! ভবাদৃশ সুজন লোকের প্রণয় যত পরিণত, ততই রমণয় হয় ; তথাপি আমি নাম হেতুবশতঃ তোমার মান্য। অনুরোধ করি, উত্তরকালে আমার পরে ক্ষেও যেন চহীর প্রতি স্নেহ ও বরুণঃ লাঘব না হয়।" এই বলিয়া মাধবের চরণ ধারণে উদ্যত হ চলেন। মাধব ব্যগ্রত। পূৰ্ব্বক নিবারণ করিয়া কছিলেন, "বাৎসল্য প্রযুক্ত সমস্ত বিস্মৃত হইতেছেন?” মকরন কছিলেন, “ভাবতি । অমাতাদুইত, সৎকুলসস্তুবা, নয়নান্ দায়িনী, নানাগুণশোভিক এবং প্রণয়িনী, ইছার এক একটি গুণই আমাদিগের বিশেষ বশীকরণ, সুতরাং আপ নার অধিক বলা বাহুল্য।" তখন কামন্দকী, মাধব ও মাল