পাতা:মালতী-মাধব.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रुई थ् क ! yo f অনন্তর কমন্দকী, মকরন্দ ও বঙ্গিক গ্রস্থানের চেষ; করলে, তামাত্যকুমার বলিলেন, "প্ৰিয়সখি তুমি ও কি যাইবে ?” তিনি, ঈষৎ হাসিয়া কছিলেন, “ছ। আমাদিগের এখন এই পথ " এই বলিয় তাহ{ঃ। মহাসমারোস্কে অমাত্যভবনে প্রস্থান করিলেন । অনন্তর মাধব প্রিয়তমার রোমাঞ্চিত ও ঈষৎস্বিন্ন তরিক্ত করকমল করে ধারণ করিয়া পশ্চাৎদ্বার দিয়া তরুগহনে প্রবেশিলেন । যাইতে যাইতে দেখিলেন, বনভূমি তাল, তমাল, রসাল প্রভৃতি তরুশ্রেণীতে অতি রমণীয়। গুবাকতরু পরিণত ফলভরে অবনত, তাম্বলীলতা তাহাকে তাবলম্বন করিয়া উঠিয়াছে। রসাল পাদপ সকল ফলস্তবকে বিনম্র ; কেনই না হইবে, সজ্জনের সমুদ্ধিকালে প্রায়ই ঔদ্ধত্য থাকে না । কোন কোন রক্ষ বিকশিত ও ন তশির হুইয়া কুসুম বর্ষণ করিতেছে। দেখিলে বোধ হয়, যেন কৃতজ্ঞ তা পূর্বক ভূতধাত্রী জননীর অর্চনা করিতেছে। মধ্যে মধ্যে সুদৃশ্য নিকুঞ্জকানন, লতাজালে কুসুমমালা ও নবকিসলয় প্রাচু ভূত হইয়া আছে । অভ্যস্তরে বিহুগকুলের শ্রুতিমধুর নিনাদ হইতেছে । তাহার ঐ সমস্ত দেখিতে দেখিতে বৃক্ষবাটিকায় পৌছিলেন এবং তথায় অবলোকিতার উপদেশানুসারে পাণিগ্রহণ ব্যাপার সমাধান করিয়া অভিমত প্রিয়সমাগম লাভে উভয়েই পরম সুখে কালক্ষেপ করিতে লাগিলেন ।