পাতা:মালতী-মাধব.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স গুম অঙ্ক | V %» স্বাধীন ত মুখ নাই। বালো পিতা মাতার, যৌবনে পরিণে তার ও তৎপরে পুত্রের বশবর্তী হইয়া থাকিতে ছয় । এইরূপে যাহার। মোক্ষ চিরপরাধীনতাপিঞ্জরে বন্ধ, তাছাদিগের সংসারে আর সুখ কি ? আজন্ম পরামুরক্তিত্ৰতে ত্ৰ তী থাকিলে সমস্তু সুখই দক্ষিণ দিতে হয়। অন্ন পানই হউক, বা সুখ দুঃখই হউক, কিংবা ছাদ্য রোদনই হউক, নারীর সকলেই পরায়ত্ত । কি আচার ব্যবহার, কি সামাজিক ব্যবস্থা, কি দুর্ভেদ্য শাস্ত্রশাসন যিনি যত পারিয়াছেন, কেহই অবলগণের প্রতি কঠিন শাসন করিতে ক্রট করেন নষ্ট । এই সমস্তু অলঙ্গ নিয়মের বশ্যতাবশতঃ অবলগণ, নয়ন থাকিভেও অন্ধ, শ্রবণ থাকিতেও বধির, রমনা থাকিতেও মূক ও অরসজ্ঞ, চরণ থাকিতেও পঙ্গু এবং বুদ্ধি থাকিতেও পশুবৎ ছইয়াছে। স্বামিকৃত সমাদর ও প্রেমই তাহাদিগের ঐ সকল ক্লেশ তমোরাশির অপ্রতিহত আলোক, সন্দেছ নাই। অনন্যগতি স্ত্রীজাতি যদি সেই পতি সৌভাগ্যেই বঞ্চিত হয়, তবে কেবল তাহার জীবন বিড়ম্বন মাত্র । মদয়ন্তিক জিজ্ঞাসিলেন, বুদ্ধরক্ষিতে ! প্রিয়সঙ্গী লবঙ্গিক ও অত্যন্ত উপাতাপিতা, আমার ভ্রাতা কি কোন গুরুতর বাক্যাপরাধ করিয়াছেন ? সে বলিল হা শুনিলাম, বলিয়াছেন, তুই কৌমার বন্ধকী, আমার তোয় প্রয়োজন নাই। মদয়ন্তিক শুনিয়া কর্ণে হস্তাপণ করিলেন এবং লজ্জিত ছইয়া কছিলেন, ওঃ কি অন্যায় ! কি প্রমাদ । সপি লবঙ্গিকে ! এখন 》 R