পাতা:মালতী-মাধব.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মল মীমাধব । শাৰ্দ্দলের আক্রমণে পতিত হইয়া অনাথ ও অশরণ হই, যে জীবনদাতা অকারণবন্ধু তখনই সন্নিহিত হইয়া আমাকে নিজ ভূজপিঞ্জরে নিক্ষিপ্ত করিয়া সকল ভূবনের সারভুত নিজ দেহ, উপহার পূর্বক আমাকে রক্ষা করিয়াছেন, দৃঢ় দশন প্রহারে র্যাছার বিশাল মাংসল বক্ষঃস্থল বিদারিত হইয়াছিল, দর দর করিয়া রুধির ধারা বহুিয়াছিল কেবল তিনি করুণ রসে অর্ড হইয়৷ তামার নিমিত্ত দুষ্ট শার্দুলের নখকুলিশ প্রস্থার সহ্য করিয়া সেই নৃসংশের সংহার করিয়াছেন তাছারই কথা বলিতেছি । লবঙ্গিক কহিল হু। মকরদ । তিনি তানন্দিত ও ব্যগ্র হইয়া পুনরায় জিজ্ঞাসিলেন, প্রিয়সখি ! কি কি, কি বলিলে ? লবঞ্জিকা “শুন নাই মকরদ " এই বলিয়। তাছার শরীরে করাপণ করত । পরিষ্কাস পূর্বক কছিলেন, সখি। আমাদের মাধবীনুরাগের বিযয় যে কথা বলিলে, ত{হাতে নিরুত্তর হইলাম। কিন্তু জিজ্ঞাসা করি, তুমি বিশুদ্ধ স্বভাব কুলকুমারী, মকরন্দের নাম গ্রহণ মাত্র তোমার শরীর অবশ ও বিকসিত কদম্বকুসুমের ন্যায় রোমাঞ্চিত হইল কেন ? তিনি শুনিয়া অতীব লজ্জিত হইলেন এবং কহিলেন, সখি ! আমাকে উপহাস কর কেন ? যে আত্মনিরপেক্ষ ব্যক্তি আমার কৃতান্তকবলিত জীবি ত প্রত্যানয়ন দ্বারা গুরুতর উপকারী, কথা প্রসঙ্গেও তাদৃশ মহানুভাবের নাম গ্রহণে ও স্মরণে, আমার শরীর সুশীতল হয়। প্রিয়সখি! যখন তিনি গাঢ় প্রহারে