পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা \9\రి বান্ধিয়া বাহাকুরি দেখাইতে লাগিল। গরুসকল তাড়াইয়া কুঠির দিকে লইয়া চলিল। ঘরের অন্যান্য জিনিসপত্র যাহাই সুবিধা পাইল লইল, অবশিষ্ট ভাঙ্গিয়৷ চুরমার করিয়া শেষে ভাঙ্গাঘরে, ভালঘরে আগুন লাগাইয়া টি. আই. কেনী লাঠিয়ালগণসহ কুঠির দিকে ফিরিলেন। প্যারীসুন্দরীর প্রজার সর্বপ্রকারে সর্বনাশ !—বিনাশ–একেবারে রসাতল । মাথা ভাঙ্গিয়া কান্না – গ্রীলোকেরা ঝাড়ে-জঙ্গলে প্রাণের ভয়ে, জাতের ভয়ে লুকাইয়া বাডিপোডা আগুন—জলপোরা চক্ষে দেখিয়া মৃত্যুযাতনা ভোগ কবিতে লাগিল । সাহেব সদলে কুঠিতে আসিয়াই লাঠিয়ালগণকে বকশিশ দিয়া খসি কবিলেন । লুটেব মাল কাসা, পিতল, বস্ত্রাদি লাঠিয়ালগণের বাড়িতে গেল । সোনারূপ সাহেবের আলমারিতে উঠিল । গরুসকলের গাযে তখনি T. I. K. মার্ক বসাইয়া কুঠিব গরুর সামিল হইল। সময়ে এ সংবাদ সকলেই শুনিলেন । হযি ! হায ! ভিন্ন আবি উপায় কি ! টি. আই. কেনী পত্রদ্বারা মীবসাহেবকে এ শুভ সংবাদ জনাইলেন । মীরসাহেব প্যাকীস্তনদীব প্রজাগণের দুরবস্থার কথা শুনিয়া মহা দুঃখিত হইলেন । কি কবিবেন দায়ে পড়িয়া কেনীর সহিত বন্ধুত্ব । নিজেব সম্পত্তি, মান, সন্ত্রম রক্ষা কবাই তাহাব প্রধান উদেশ্ব। জানিত পক্ষে কেনীর অপকাব করিবেন না, এইটিই র্তাহার স্থির সঙ্কল্প । বোধহয় কেনীব পত্রের উত্তব, সন্তোষ এবং হরিষের কথা পুরিয়া দিয়াছিলেন । পTারীসুন্দরীর প্রজাদিগের দুরবস্থাব কথা শুনিতে কাহারও বাকি থাকিল না। অন্যান্য জমিদার, তালুকদাব, মধ্যশ্রেণীব জোতদার, প্রজ, সকলেই ভয়ে ভীত, ব্যস্ত—অস্থির। কখন কাহাব ভাগ্যে কি হয়, এই ভাবনাতেই সকলে কেনী ক্রমে ক্রমে নিকটবৰ্ত্তী জোতদার, তালুকদারদিগকে পত্রদ্বারা, কাহাকে লাঠিয়ালদ্বারা আনিয় তাহাদের পৈতৃক ভূ-সম্পত্তি আপন সুবিধা মত কবাল, পত্তনী এবং মিরাস স্বত্ত্বে দলিল লিখাইয়া লইতে লাগিলেন। চির-দখলী পৈতৃক স্থাবর সম্পত্তি লিখিয়া দিতে যিনি একটু ওজর-আপত্তি করিলেন, তিনিই সিরাজদ্দৌলার অন্ধকূপসম গুদামজাত হইলেন। কষ্টের একশেষ। বাধ্য হইয়া