পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फफूर्ष अक । කුළු শক —যে আঙ্কে"। ( করভকের সহিত প্রস্থান ) রাক্ষ –মামিও গিয়ে এখন একবার কুমারের সহিত সাক্ষাৎ করব মনে করচি । মল –আমিই আপনাকে দেখতে এসেছি । রাক্ষ —( অবলোকন করিয়া ) এই যে কুমার নিজেই এসেছেন। (আসন হষ্টতে উত্থান করিয়া ) এই আসনে বসতে আজ্ঞা হোক কুমার । মল –আমি বসচি। আপনি ও বস্থন। (উভয়ের উপবেশন ) মল —আপনার শিরোবেদনাটা কি আরাম হয়েছে ? রাক্ষ —এখনও পর্য্যস্ত “কুমার” শব্দের স্থলে “অধিরাজ” শব্দ বসাতে পারলেম না—শিরোবেদন আর কি করে যাবে বলুন ? মল —আপনি যে কাৰ্য্য স্বয়ং অঙ্গীকার করেছেন, তা কখনই আমার ছন্দ্রাপ্য হবে না। তবে এখন সৈন্ত-সামন্ত সমস্ত প্রস্তুত রেখে, শক্ৰদের মধ্যে যতদিন না একটা বিভ্রাট উপস্থিত হয়, ততদিন কিছুকাল আমাদের এইরূপ উদাসীন ভাবে থাকৃতে হবে। রাক্ষ –কুমার! আর কাল-হব্রুণের অবকাশ কোথায় ?—শীঘ্র শক্রকে জয় করে সশস্বী হোন! মল –অমাত্য, শক্রর কোন বিভ্রাটের কথা কি আপনি জানতে পেরেছেন ? রাক্ষ।—বিলক্ষণ জানতে পেরেছি। মল। -কিরূপ বলুন দিকি । রাক্ষ —আর অন্ত বিভ্রাট কি-সচিব-বিভ্রাট। চন্দ্র গুপ্ত চাণক্য হতে বিচ্ছিন্ন হয়েছেন।