*iशंग्भ डाश्ह । Yeo ভাগু —পরিব্রাজক ! তার পর—তার পর ? ক্ষপ।—তার পর, চাণক্য-হতভাগা আমাকে রাক্ষসের মিত্র বলে’ আয়াকে অপমানের সহিত নগর হতে নিৰ্ব্বাসন করে দিলে । এখন আবার রাক্ষস, আমি যাতে জীবলোকে না থাকি, তার একটা কি উপায় করচে । রাক্ষস সৰ্ব্বপ্রকার অকাৰ্য্যে বিলক্ষণ দক্ষ । ভাগু —দেখ পরিত্রাজক, প্রতিশ্রুত অৰ্দ্ধ-রাজ্যদানের অনিচ্ছাবশতই চাণক্য-হতভাগা এই অকাৰ্য্য সাধন করে ;–রাক্ষস করেছে বলে’ তো আমরা শুনি নি । ক্ষপ।-( কাণে আঙ্গুল দিয়া ) রামো ! চাণক্য বিষ-কন্যার নামও জানে না। সেই দুষ্ট-বুদ্ধি রাক্ষসই এই অকাৰ্য্য করেছে। ভাগু -পরিব্রাজক ! এ বড় দুঃখের বিষয় । এই নেও মুদ্র নিদর্শন—এসো, এই কথা আমরা কুমারকে জানাই। মল –(অন্তরাল হইতে বাহির হইয়া ) শুনিয়াছি সখা ওগো ! শ্রবণ-বিদারী এই দারুণ বচন— রাক্ষস-সুহৃদ যাহা রিপুরাক্ষসের কথা বলিল এখন। বহুদিন গত, তবু পিতৃ-বধে কষ্ট হল দ্বিগুণ বৰ্দ্ধন। ক্ষপ –(স্বগত) এই যে, মলয়কেতু-হতভাগা গুনেছে যে— ভালই হয়েছে। আমার উদ্দেশু সফল হল । ( প্রস্থান ) মূল –(আকাশে) রাক্ষস ! এ কি তোমার উচিত ?
পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১১৫
অবয়ব