পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy মুদ্র-রাক্ষস । শুধু এই জন্যই তার বিনাশে তিনি অগ্নিপ্রবেশে প্রবৃত্ত হয়েছেন? একথা শুনে স্নেহ-পক্ষপাত বশতঃ আপনার হৃদয় তো বিচলিত হতেই পারে। ( প্রকাষ্ঠে ) কি করে’ চনানদাসের প্রাণনাশ হল এবং তার বন্ধুও প্রাণত্যাগ করতে কিরূপে কৃতসঙ্কল্প হলেন সমস্ত বিস্তারিত শুনতে ইচ্ছা করি। ব্যক্তি।—আমি অতি মন্দভাগ্য, আমার মরণের বিল্প হচ্চে। আমি যাই । স্বাক্ষ।—বাপু, যদি আমাকে শোনাতে আপত্তি না থাকে তো বল । ব্যক্তি –এতই যদি শুনতে ইচ্ছ, আচ্ছ। তবে বলচি । রাক্ষ —বাপু বল, আমি মন দিয়ে গুনচি। * ব্যক্তি – এই নগরে চন্দনদাস নামে একজন মণিকার শ্রেষ্ঠী বাস করেন । রাক্ষ —(সবিষাদে স্বগত) আমার আত্মহত্যার দ্বার দৈব এইবার দেখুচি উদঘাটন করবেন। সুদয় ! স্থির হও, ন জানি আরও কি দুঃখের কথা শুনতে হবে। ( প্রকাস্তে ) শোনা যায় বটে, তিনি মিত্রবৎসল সাধু পুরুষ- তার কি হয়েছে ? ব্যক্তি –তিনি জিষ্ণুদাসের প্ৰিয়বন্ধু। রাক্ষ।—(স্বগত) আমার হৃদয়ে যেন বজ্রপাত হচ্চে। ( প্রকাণ্ডে ) তার পর—তার পর ? ব্যক্তি –তার পর, জিষ্ণুদাস বন্ধু-স্নেহের অনুরূপ এই কথা চজ গুপ্তকে বলেন--- রাক্ষ –বল, কি বল্লেন ? ৰ্যক্তি –“মহারাজ ! আমার গৃহে সমস্ত পরিবার ভরণপোষণের উপযুক্ত পৰ্য্যাপ্ত অর্থ আছে, তার বিনিময়ে জানান্ন