পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$os মুত্র-রাক্ষস । আনা হয়েছে। শ্রেষ্ঠ জিষ্ণুদাস এই অশ্রাব সংবাদ শোনবার পূর্বেই পাণত্যাগ করবেন বলে অগ্নি-প্রবেশের উদ্দেশে নগর হতে নির্গত হয়েছেন। প্রিয়সথার এই অশ্রাব্য সংবাদ আমারও যাতে শুনতে না হয়, তাই আমিও উদ্বন্ধনে প্রাণত্যাগ করবার নিমিত্ত এই জীর্ণ উমানে এসেছি। স্বাক্ষ।–চন্দনদাসকে এখনও বোধ হয় বধ করে নি ? ব্যক্তি –না মহাশয়, এখনও তাকে বধ করে নি। এখনও, অমাত্য রাক্ষসের গৃহজনকে সমর্পণ করতে তাকে ক্রমাগত বলা হচ্চে । কিন্তু বারবার বলা সত্তেও, মিত্ৰ-বাৎসল্য-বশতঃ তিনি কিছুতেই তাদের সমর্পণ করেচেন না । এই জন্যই তার প্রাণদণ্ডের এত বিলম্ব হচ্চে । স্বাক্ষ –(সহৰ্ষে স্বগত) সাধু সখা চন্দনদাস সাধু ! তব সখা নাহি কাছে, তবু তুমি রক্ষিছ পুরণাগত জনে, गांधू cशं क्रमाननाम ! শিবি-রাজ সম যশ অৰ্জ্জিলে এক্ষণে ॥ ( প্রকাশে । —বাপু যাও, এখনি গিয়ে জিষ্ণুদাসের অগ্নি-প্রবেশ নিবারণ কর গে। আমিও গিয়ে চনানদাসকে মৃত্যু-মুখ হতে উদ্ধার করিগে । ব্যক্তি। —আচ্ছ মশায়, চনানদাসকে কি উপায়ে মৃত্যু হতে উদ্ধার করবেন ? স্বাক্ষ -( খড়গ আকর্ষণ করিয়া ) এই খঙ্গের দ্বারা ।