পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हिउँौङ्ग अझ । לסי মশায়, এতে সৰ্প আছে—এতেই আমার জীবিকা নিৰ্ব্বাহ হয়। (পুনৰ্ব্বার আকাশে) কি বলচেন –দেখতে চান ? ক্ষান্ত হোন্‌ ও ইচ্ছা করবেন না, দেখাবার স্থান এ নয়। যদি নিতান্তই দেখবার কৌতুহল হয়ে থাকে তবে এই গৃহের মধ্যে আসুন, দেখাই । কি বলচেন ?—এ অমাত্য রাক্ষসের গৃহ ? - ওখানে জামাদের মত লোকের প্রবেশ নিষেধ ? তবে আপনি যান মশায় ; ব্যবসার খাতিরে আমার এখানে প্রবেশ আছে। একি ! এও যে চলে গেল। (আকাশের দিকে তাকাইয় স্বগত) চন্দ্রগুপ্তের পক্ষাবলম্বী চাণক্যকে দেখে মনে হয়, রাক্ষসের সমস্ত চেষ্টাই বিফল হবে ; আবার, মলয়কেতুর পক্ষাবলম্বী রাক্ষসকে দেখে মনে হয়, চন্দ্রগুপ্তের রাজ্য বুঝি যায়-যায়। মৌর্য্যকুল-স্থির লক্ষ্মী দৃঢ়বন্ধ চাণক্যের বুদ্ধিরজ দিয়া। রাক্ষস দিতেছে টান উপায় হস্তের মুঠে সে রজ্জ্ব, ধরিয়া । ७३ झुंझे जन शनैौठि-कूलण जफ्रिादब्र दिवांप्न नक्कूण-ब्रांजणश्री সংশয়াকুল হয়ে উঠেছেন। মহারণ্যে দুই গজ হলে’ যুদ্ধে রত ভয়ার্তা করিণী যথা করে ইতস্তত, সেইরূপ রাজলক্ষ্মী হয়ে অনিশ্চয় ইতস্তত করি ক্লেশ পান অতিশয় ॥ বাই হোক, এখন অমাত্য রাক্ষসের সঙ্গে একবার দেখা করে আসি। (প্রস্থান )