বিষয়বস্তুতে চলুন

পাতা:মুদ্রা-রাক্ষস.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) প্রজ্জ্বলিত হইয়া শিখাকর্ষণ পূৰ্ব্বক তাহাকে আসন হইতে উঠাইয়া দিলেন। চাণক্য বলিলেন “সভ্যগণ ! তোমরা সাক্ষী থাকিলে, আমি প্রতিজ্ঞা করিতেছি, যতদিন নন্দবংশ ধ্বংশ করিতে না পারি ততদিন আমার এই শিখা এইরূপই রহিল ।” তাহার পরেই, তিনি অভিচার-ক্রিয়ার অনুষ্ঠান করিয়া রাজারে ও রাজপুত্রগণকে বিনাশ করিলেন এবং সিংহাসনাধিকারী—পরে তপোবনবাসী—রাজ-ভ্রাতা সৰ্ব্বৰ্থসিদ্ধিকে অন্য উপায়ে হত্যা করিয়া, শকটারের পরামর্শ-অনুসারে ক্ষৌরকার পত্নীর গর্ভসস্তুত রাজার জ্যেষ্ঠপুত্র চন্দ্রগুপ্তকে রাজ-সিংহাসনে প্রতিষ্ঠিত করিলেন। পরে, চন্দ্রগুপ্ত-দ্বেষী নন্দামুরক্ত সুযোগ্য অমাত্য রাক্ষস যাহাতে চন্দ্রগুপ্তের মন্ত্ৰীপদ গ্রহণ করেন তাহারই চক্রান্ত করিতে প্রবৃত্ত হইলেন। এখান হইতেই নাটকের ঘটনা অtরম্ভ ।