পাতা:মুরলী.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



মুরলী

মিলন।

ঝিঝিট-খাম্বাজ—একতালা।
মধুর মধুর মন্দ পবনে,
মধুর বাঁশরী বাজিছে সঘনে,
মধুরে মজিয়া মুরলীর তানে
নাচি’ছে যমুনা মলয়া সনে।
রাধা রাধা রব পশিতে শ্রবণে
ধাইল কিশোরী আইল পুলিনে
দরশিতে শ্যাম জীবন জীবনে
(মরি) বাসনা পূরিত পরাণে।
সারি সারি সারি গোপকুমারী
চাঁদমালা যেন চারিদিকে ঘেরি’
তা’র মাঝে শোভে কিশোর-কিশোরী
(মরি) শত বিধু জিনি’ কিরণে।
নাচে সুখে শিখী সে রূপ নেহারি,
গায় শুক সারি যুগল মাধুরী,
জয় জয় জয় কিশোর-কিশোরী
(মরি) জয় জয় গান ভরিল বিপিনে।