পাতা:মুরলী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
২৫
২৫
নীরাশা।
ললিত-ভৈরবী—ঢিমে তেতলা।

শুকা’ল শুকা’ল  মালতির মাল
গন্ধহীন যে চন্দন,
পূরব গগনে  তালোকে ঝলকে
শিথিল কবরী বন্ধন।
মলিন চাঁদিমা গগনের গায়,
নলিনী নয়ন মেলিয়া যে চায়,
শাখীশিরে ওই  শুক সারি গায়
প্রেম-সুখে নাচে খঞ্জন।
নয়নের বারি নয়নে শুকা’ল,
শূন্য পরাণে বিরহ জাগিল,
তবুত এল না  করিয়া ছলনা
বুঝিল না ব্যথা বেদন।