পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । SSS এক্ষণে আমরা হিউয়েন সিয়াঙ্গের ও কর্ণসুবর্ণরাজ শশাঙ্কের সময়নির্দেশের চেষ্টা করিতেছি । ইউরোপীয় হিউয়েন পণ্ডিতগণ কহিয়া থাকেন যে, হিউয়েন সিয়াঙ্গ সিরাজ ও খৃষ্টীয় ৭ম শতাব্দীর মধ্যভাগে ভারতবর্ষে আগমন শশাঙ্কের করেন। কিন্তু দেশীয় গ্রন্থ পৰ্য্যালোচনা করিলে "' তাহার বহুপূৰ্ব্বে হিউয়েন সিয়াঙ্গের আগমন হইয়াছিল বলিয়৷ অনুমান হয় । হিউয়েন সিয়াঙ্গের মালবেয় বিবরণে দৃষ্ট হয় যে, তাহার মালবের উপস্থিতির ৬০ বৎসর পূৰ্ব্বে শীলাদিত্য রাজা মালবে রাজত্ব করিতেন, এবং তিনি বিম্বান ও বিদ্যোৎসাহী ছিলেন। রাজতরঙ্গিণীপাঠে জানা যায় যে, উক্ত শীলাদিত্য সুবিখ্যাত শকারি বিক্রমাদিত্যের পুত্র, তাহার অপর নাম প্রতাপশীল । * তিনি কাশ্মীররাজ দ্বিতীয় প্রবরসেনের সমসাময়িক । রাজতরঙ্গিণীকারের মতে প্রবরসেন ৪৭ শকাব্দ হইতে ১০৭ শকান্ধ পৰ্য্যস্ত রাজত্ব করিয়াছিলেন। তাহা হইলে রাজতরঙ্গিণীর মতে খৃষ্টীয় ৩য় শতাব্দীতে হিউয়েন সিয়াঙ্গের ভারতবর্ষে আগমন স্থির হয়। } হিউয়েন সিয়াঙ্গের নেপালের বর্ণনায় রাজা অংশুৰক্ষ্মার উল্লেখ দেখিতে পাওয়া যায়। অংশুবৰ্ম্ম হিউয়েন বৈরীনিৰ্ব্ব;সিক্তং পিত্রো বিক্রমাদিত্যজং স্থাধাৎ । রাজ্যে প্রতাপশীলং স শীলাদিত্যাপরাভিধ ॥ - ( রাজতরঙ্গিণী ৩য় তয়ঙ্গ ) f প্রবর সেন ৬০ বৎসর রাজত্ব করেন, শীলাদিত্যও ৪০ বৎসর রাজত্ব করিয়াছিলেন। শীলাদিত্যের রাজত্ব প্রায় ১•• শকাব্দ পর্যন্ত ধরিলে হিউয়েন গিয়াঙ্গ ১৬ শকাব্দ বা ২৩৮ খৃষ্টাব্দে মালবে উপস্থিত হইয়াছিলেন বলিয়া ৰোধ श्झ ! -