পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । > R(。 রাজধানী ছিল, পরে মগধের পরাক্রান্ত পালবংশীয়ের পৌণ্ডবৰ্দ্ধন আপনাদিগের অধিকারভুক্ত করিয়া লইলে, পূৰ্ববংশীয়ের রাঢ় প্রদেশে আসিয়া নূতন রাজধানী স্থাপন করেন। ক্রমে উত্তররাঢ় তাহদের হস্তচু্যত হইলে তথায়ও পালবংশীয়গণের রাজত্ব আরব্ধ হয় । খৃষ্টীয় ৯ম শতাব্দীর প্রথমভাগে উত্তররাঢ়ে মহীপাল নামে এক পালবংশীয় রাজ রাজত্ব করিতেন, উত্তররাঢ়ের অন্তর্গত মহীপাল নগর তাহার রাজধানী ছিল, এবং উক্ত নগর তাহারই নামানুসারে স্থাপিত হয় । মহীপাল নগরের ভগ্নাবশেষ অদ্যাপি বিদ্যমান আছে, এবং তাহ মহীপাল নামে প্রসিদ্ধ। মহীপাল পশ্চিম মুর্শিদাবাদের আজিমগঞ্জ-নলহাট শাখা রেলওয়ের বাড়াল ষ্টেশন হইতে সাৰ্দ্ধক্রোশ উত্তর-পূৰ্ব্বে এবং মুর্শিদাবাদের অন্যতম প্রসিদ্ধ স্থান গয়সীবাদ হইতে প্রায় দুই ক্রোশ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এই মহীপাল নগর হইতে প্রায় সাৰ্দ্ধ তিন ক্রোশ দক্ষিণ-পশ্চিমে সাগরদীঘী নামে এক প্রকাও দীর্ঘী আছে। সাগরদীৰ্ঘীর নামানুসারে তথায় একটা রেলওয়ে ষ্টেশন হইয়াছে। উক্ত সাগরদীঘী রাজা মহীপালের খনিত বলিয়া প্রসিদ্ধ। মহীপাল নগর ও সাগরদীঘী অদ্যাপি তাহার কীৰ্ত্তি ঘোষণা করিতেছে। আমরা রাজা মহীপালসম্বন্ধে যতদূর বিবরণ জানিতে পারিয়াছি, তাহারই আলোচনা করিতে চেষ্টা করিতেছি। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, পালবংশীয়গণ প্রথমে মগধে s, রাজত্ব করতেন, পরে পৌণ্ডবৰ্দ্ধন তাহদের করায়ত্ত was, হইলে, রাঢ়বঙ্গেও তাহদের রাজত্ব পরিব্যাপ্ত হয়। পালবংশীয়দিগের বিবরণ হইতে অবগত হওয়া যায় যে, গোপালদেবের পুত্ৰ ধৰ্ম্মপাল মগধের সিংহাসনে উপবিষ্ট