পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৩৩ স্থাপনের পর ১৫৩০ খৃঃ অঙ্গে পৰ্টুগীজগণ বাঙ্গলায় বাণিজ্য উপলক্ষে উপস্থিত হন। সেই সময়ে চট্টগ্রাম ও সপ্তগ্রাম বাঙ্গলার মধ্যে দুইট প্রধান বন্দর ছিল । চট্টগ্রামে সকল প্রকার জাহাজের যাতায়াতের স্থবিধার জন্য পৰ্টুগীজের তাহার পোটাে গ্ৰাওঁী বা বৃহৎ স্বর্গ ও সপ্তগ্রামের পোর্টে পিকেনো বা ক্ষুদ্র স্বৰ্গ আখ্যা প্রদান করিয়াছিলেন । • ক্রমে র্তাহার হুগলী প্রভৃতি স্থানে কুঠা স্থাপন ও গির্জ নিৰ্ম্মাণ করিয়া বাঙ্গলার অন্তান্ত স্থানেও বাস করিতে আরম্ভ করেন। ঐ সমস্ত পৰ্টুগীজ অধিবাসীর মধ্যে অনেকে বাণিজ্যাদি পরিত্যাগ করিয়া দেশীয় রাজগণের সৈনিকদলে প্রবিষ্ট হয়, এবং ক্রমশঃ জলদসু্যর ব্যবসায় অবলম্বন পূৰ্ব্বক সাধারণের চক্ষে ইউরোপীয়দিগকে হেয় করিয়া তুলে । উহাদের মধ্যে কতকগুলি চট্টগ্রাম ও তাহার নিকটস্থ স্থানে বাস করিয়াছিল। তাহার এরূপ ছৰ্দান্ত হইয়া উঠে যে, ঐ সমস্ত প্রদেশের অধিবাসিগণের ধন প্রাণ রক্ষা করা অত্যন্ত কঠিন বলিয়া বোধ হইত। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে গঞ্জালেস নামে পৰ্টুগীজ-জলদস্থ্যগণের একজন সর্দার চট্টগ্রাম প্রদেশে অত্যন্ত দুৰ্দ্ধৰ্ষ হইয়া উঠে। ১৬০৮ খৃষ্টাকে ইসলাম খ বাঙ্গলার সুবেদার নিযুক্ত হইয়া ঐ সমস্ত দক্ষ্যগণের দমনের জন্ত রাজমহল হইতে ঢাকায় রাজধানী স্থানান্তরিত করেন । এই সময়ে গঙ্গালেস সনদ্বীপ অধিকার করিয়া আপনাকে স্বাধীন রাজা বলিয়া ঘোষণা করে। আরাকানের রাজাও পটুগীজদিগের गश्ङि भिठिाउ हद्देब्रां दांजलां श्रांक्लभ८१ छैtग्नTांशैौ ङ्न । ५महेक्रए* • Wilson's Early Annals of the English in Bengal, Vol. I., P, 132. 택