পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ মুর্শিদাবাদের ইতিহাস । করিয়া, পটুগীজদিগকে আক্রমণ করার জন্ত বাহাদুর কুর অধীন একদল সৈন্ত ঢাকা হইতে মুখস্থসাবাদে পাঠাইয়া দেন। আর এক দল সৈন্ত র্তাহার পুত্র এনায়েৎ আলির অধীনে বর্ধমানভিমুখে প্রেরিত হয়, তৃতীয় দল খাজা সেরের অধীন জলপথে ঐীরামপুরের দিকে যাত্রা করে। খাজা সের শ্রীরামপুরে উপস্থিত হইয়া অন্ত দুই জন সর্দারকে সম্বাদ দিলে, সকলে আসিয়া হুগলী আক্রমণ করেন। তিন মাস পর্য্যন্ত পটুগীজের মোগলদিগের দ্বারা আক্রান্ত হইয়াছিল। ইহার মধ্যে তাহার গোয়। অথবা ইউরোপ হইতে আপনাদের সাহায্যের জন্য জাহাজাদি আসিতেছে মনে করিয়াছিল। অবশেষে মোগলদিগের আক্রমণ হইতে আত্মরক্ষায় অসমর্থ হইয়া পটুগীজেরা আপনাদের অনেকওলি জাহাজে অগ্নি লাগাইয়া দেয়। তাহাদের সমস্ত জাহাজ, লোকজন ও দ্রব্যাদি মোগলদিগের হস্তে পতিত হয় । কেবল দুই এক খানি জাহাজ কোনরূপে মোগলদিগের হস্ত হইতে রক্ষা পাইয়া গোরাভিমুখে পলায়ন করিতে সমর্থ হইয়াছিল। এই আক্রমণে প্রায় সহস্ৰাধিক পটুগীজ মোগলহস্তে নিহত ও প্রায় ৪৪•• স্ত্রী ও পুরুষ বন্দী-অবস্থায় আগরায় বাদসাহের নিকট নীত হয় । অধিকাংশ স্ত্রীলোক বাদসাহের ও আমীর ওমরার অন্তঃপুরে আশ্রয় লাভ করে। বালকগণকে মুসলমান করা হয়, পারদিগকেও মুসলমান করার চেষ্টা করা হইয়াছিল, কিন্তু কিছুকাল কারাবাসের পর তাহারা ও অবশিষ্ট পটুগীজগণ মুক্তি লাভ করিয়া গোরাভিমুখে যাত্রা করে। ৫ ইহার পর হইতে ৰাজ • Stewart. . . . . .