পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। নবাব মুর্শিদকুলী খাঁ । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম হইতে মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস আরন্ধ হয়। সেই সময়ে সমগ্র মুর্শিদকুলীর প্রকৃত ভারতবর্ষ ব্যাপিয়া এক মহা রাজনৈতিক ইতিহাসারম্ভের সুচল। বিপ্লব সংঘটিত হইয়াছিল। ইতিপূৰ্ব্বে । - আমরা তাহার সংক্ষিপ্ত চিত্র প্রদান করিয়াছি। যে সময়ে মোগল সাম্রাজ্য ধ্বংসের দ্বারদেশে উপনীত হইতেছিল, এবং মহারাষ্ট্রীয় ইংরাজ ও ফরাসীগণ নব নব রাজ্যস্থাপনে আপনাদিগের বিজয়িনী শক্তি প্রয়োগ করিতেছিলেন, সেই সময়ে মুর্শিদাবাদের প্রতিষ্ঠা হয়। তৎপূৰ্ব্বে মুর্শিদাবাদ মুখস্থসাবাদ বা মুখস্থদাবাদ নামে একটী সামান্য নগরের আকারে অবস্থিতি করিত f বাঙ্গলার কার্য্যদক্ষ দেওয়ান, অবশেষে নবাব নাজিম মুর্শিদকুলী জাফর খাঁ সেই সামান্ত নগরে বঙ্গ, বিহার, উড়িষ্যার রাজলক্ষ্মীর সিংহাসন স্থাপন করিয়া মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাসের সূচনা করেন। অষ্টাদশ শতাব্দীর বঙ্গরাজ্যের রাজধানী হওয়ায় আমরা তদবধি তাহার প্রকৃত ইতিহাস অবগত হইতে । পারি এবং মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস বলিলে তদ্ধার পষ্টাদশ শতাব্দীর সমগ্র বাঙ্গলার ইতিহাসই বুৰিয়া থাকি। আমরা প্রথমতঃ মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা মুর্শিদকুলী খার পূর্ব