পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। vම8H আদেশ প্রদান করেন। বাদশাহের_আদেশে ১৭•২_খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে পাটনা, রাজমহল ও কাশীমবাজারের এবং ৩০শে স্বাচ্চ সমস্ত ইউরোপীয় কুঠী-অধিকারের চেষ্ট হয়। ঐ সমস্ত কুঠার কৰ্ম্মচারিবর্গ যাবতীয় সম্পত্তিসহ_কারারুদ্ধ_হইতে বাধ্য হইয়াছিলেন। নবগঠিত ইংলিশ কোম্পানীকে এই আদেশে ASAM MAMASTTSAMMS অত্যন্ত ক্ষতিগ্রস্ত হইতে হইয়াছিল। তাহাদের প্রায় ৬২ হাজার সাম্রাজ্যস্থিত যাবতীয় ইউরোপীয়কে_প্লুত ও কারারুদ্ধ করার SAASAASAASAASAASAASAASAAAS টাকার ক্ষতি হয়। পুরাতন লণ্ডন কোম্পানীর তাদৃশ অধিক পরিমাণে ক্ষতি হয় নাই। তাহদের অধিকাংশ সম্পত্তি সুরক্ষিত - エーエーエーエー কলিকাতায় অবস্থিত হওয়ায়,তৎসমুদয় রক্ষার সুযোগ ঘটিয়াছিল ২৭২ খৃষ্টাবে হুগলীর_ফৌজদার_কলিকাতার ইংরাজ সম্পত্তি_ –گير -سم ص... صعصيص مستصبحسبصمر تحعیت অধিকারের আদেশ দেন। কিন্তু অধ্যক্ষ বিয়ার্ড সাহেব পূৰ্ব্ব হইতে সতর্ক হওয়ায়, মোগল কৰ্ম্মচারীরা তাহাতে কৃতকার্য্য হইতে পারে SAASAASAASAASAASAAAS নাই। অধ্যক্ষ বিয়ার্ড ফোর্ট উইলিয়ম দ্বর্গ মৃঢ় করিয়া তথায়_ সুধিক পরিমাণে কামান ও সৈন্ত স্থাপন করেন। তিনি মোগল কৰ্ম্মচারীদিগকে উৎকোচ দেওয়ার পরিবর্তে বারুদ ও গোলাগুলিতে অর্থ ব্যয় করা কর্তব্য মনে করিতেন এবং মোগল শাসনকৰ্ত্তাদের সহিত ব্যবহার করিতে হইলে, বাদসাহদরবারে দূত প্রেরণ অপেক্ষা সৈন্তসংগ্রহ ও দুর্গনিৰ্ম্মাণ র্তাহার নিকট শ্রেয়পর বলিয়৷ বিবেচিত হইত। এই সময়ে আজিম ওখান ইংরাজদিগের পক্ষ অবলম্বন করায় বঙ্গদেশে বিশেষ কোন রূপ গোলযোগ উপস্থিত হয় নাই। বিয়ার্ড ৫ হাজার টাকা দিয়া হুগলীর ফৌজদারকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়াছিলেন। কিন্তু ফৌজদার তদ পক্ষ অধিক টাকার দাবী করায় বিয়ার্ড নিরস্ত হন এবং মোগল