পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৬ মুর্শিদাবাদের ইতিহাস । টাকা পেঙ্কস দিতে বাধ্য ইইয়াছিলেন। ১৭০৪ খৃষ্টাব্দের প্রথমে যুক্ত কোম্পানী গঠিত হইয়া পৰ্য্যায়ক্রমিক শাসনপ্রথা প্রচলিত তইলেও, তাহারা যুক্ত কোম্পানীর জন্ত এক খানি মাত্র সনন্দ লাভ করিতে সক্ষম হন নাই। উক্ত অব্দের মার্চ মাসে যুক্ত কোম্পানী প্রকাগু ভাবে কাৰ্য্য পরিচালনের জন্ত এক মোহরে দস্তক জারি করিতে আরম্ভ করেন। সেই সময়ে ইংরাজেরা তাহাদিগের বাণিজ্যের পুনর্বন্দোবস্তের জন্ত রাজমহল হইতে যুবরাজ আজিম ওখানের আদেশ প্রাপ্ত হন। মার্চ মাসেই হুগলীর ফৌজদারকে সস্তুষ্ট করার জন্ত উকীল রামচন্দ্র হুগলী গমন করেন এবং দেওয়ানের নিকট হইতে আদেশপ্রাপ্তির নিমিত্ত জুন মাসে রাজারাম নামে একজন বিচক্ষণ উকীল উড়িষ্য হইতে প্রত্যাগত দেওয়ানের সহিত সাক্ষাৎ করিতে বালেশ্বরে প্রেরিত হন। রাজারামকে এইরূপ উপদেশ দেওয়া হয় যে, তিনি দেওয়ানকে বলিবেন ; এক্ষণে উভয় কোম্পানী মিলিত হইয় এক কোম্পানী হইয়াছে এবং তাহারা উক্ত যুক্ত কোম্পানীরই পক্ষ হইতে তিন হাজার টাকা মাত্র পেস্কস প্রদান করিবেন এবং দেওয়ান যে ১৫ হাজার টাকার দাবী করিয়াছেন তাহ প্রদান করিতে র্তাহারা একেবারেই অসম্মত, তাহদের বাণিজ্য রোধ হওয়া কদাচ সঙ্গত নহে। হুগলীর ফৌজদার এক জন ইংরাজ প্রতিনিধিকে তাহার সহিত সাক্ষাৎ করার জন্ত আহবান করিয়া, তাহার ও র্তাহার কৰ্ম্মচারিগণের জন্য অনেক টাকার উপহার চাহিয়া পাঠাইলেন । দেওয়ান ওলন্দাজ দুগের নিকট ৩০ হাজার টাকা গ্রহণ করিয়াছিলেন, কাজেই তিনি ইংরাজদিগের সামান্ত উপহার অগ্রাহ করিয়া নগদ টাকার দাবী করেন। ১৫ বা ২০ হাজার টাকার তিনি সন্তুষ্ট না হইয়া ১৭*' থষ্টাব্দের প্রথমে ইংরাজদিগকে অবাধ বাণিজ্যের আদেশ দিবার জঙ্গ