পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। ৩৫৫ সংকার্য্যে ব্যয়িত হইত, তিনি ধাৰ্ম্মিক ও বিদ্বাদিগকে প্রতিপালন ও দরিদ্রদিগের ভরণপোষণের জন্য অকাতরে অনেক অর্থ বায় করিতেন। আসা উল্লা অনেক মসজীদনিৰ্ম্মাণ ও জলাশয় খনন করাইয়াছিলেন। তিনি সৰ্ব্বদাই সৎকার্য্যে মনোনিবেশ করিতেন এবং কখনও কোনরূপ অন্তায় কাৰ্য্য করেন নাই। দেওয়ান এরূপ সদাশয় ধাৰ্মিক ব্যক্তির জমীদারীতে হস্তক্ষেপ করিতে ইচ্ছুক গুইলেন না। বিষ্ণুপুরের রাজা দুৰ্জ্জন সিংহ গড়বেতার রাজাকে পরাস্ত করিয়া বাড়ী পরগণা স্বরাজ্যভুক্ত করিয়া লন। ইহার সময় বিষ্ণুপুরের প্রসিদ্ধ বিগ্রহ মদনমোহনজীর মন্দির প্রতিষ্ঠিত হয়। * উত্ত মন্দির অদ্যাপি বিদ্যমান আছে। দুর্জন সিংহ অপনার আরণ্য ও পাৰ্ব্বত্য প্রদেশের জন্ত দেওয়ানের হস্ত হইতে নিস্কৃতি লাভ করিয়াছিলেন। যখন কেহ তাহার রাজ্য আক্রমণ করিতে যাইত, তখন তিনি দুর্গম স্থানে অবস্থিতি করিয়া বিপক্ষ পক্ষের প্রত্যাবর্তনের সময় তাহাদিগকে ব্যাকুল করিয়া তুলিতেন। দেওয়ানও বিষ্ণুপুর প্রদেশ অনুৰ্ব্বর ও তথা হইতে রাজস্ব সংগ্ৰহ করিতে অনেক অর্থের প্রয়োজন জানিয়া, এমন কি যাহা সংগৃহীত হইবে তদপেক্ষা অধিক পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা বিবেচনা করিয়া, বিষ্ণুপুরের প্রতি হস্তক্ষেপ করেন নাই। এই দুই ভূম্যধিকারী মুর্শিদাবাদে উপস্থিত হইতে অনিচ্ছা প্রকাশ করায়, দরবারস্থ আপনাদিগের উকীলদ্বার স্ব স্ব রাজস্ব প্রদান করার অনুমতি পাইয়াছিলেন।

  • বিষ্ণুপুররাজবংশীয়ের এই মদনমোহনজীকে পরে কলিকাতা বাগনজারের গোকুলচন্দ্র মিত্রের নিকট বন্ধক দেন। এক্ষণে তিনি বাগবাজারের জিবংশের দেবতাস্বরূপে তথায় অবস্থিতি করিতেছেন।