পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छ অধ্যায় । ©ዓo আহম্মদ নামে এক ব্যক্তি কুলী খাঁর প্রিয়পাত্র হইয়া উঠায়, একজন দামান্ত সৈনিক হইতে ক্রমে ক্রমে সে বহুসংখ্যক সৈন্তের নায়ক হইয় উঠে। এই নাজির আহম্মদও জমীদারদিগের প্রতি সংপরোনাস্তি অত্যাচার করিয়ছিল বলিয়া অবগত হওয়া যায়। সন্তান্ত আমীর খাঁর বংশীয় ও বাদসাহের স্বসম্পৰ্কীয় সৈফ খাকে তিনি পূর্ণিয়ার ফৌজদারী পদ প্রদান করেন। সৈফ খাঁ পূর্ণিয়ার অনেক রূপ বন্দোবস্ত করিয়াছিলেন । এই সময় সৈয়দ হোসেন আলি নাসিরজঙ্গ উপাধি প্রার্থনা করায়, দুই জনের এক উপাধি থাকা সঙ্গত নহে বলিয়া বাদসাহ মুর্শিদকুলী খাকে নাসিরজঙ্গ উপাধির পরিবর্তে অন্ত একটা উপাধি দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু মুর্শিদকুলী বাদসাহ আরঙ্গজেবের প্রদত্ত উপাধির বিনিময়ে স্বীকৃত না হওয়ায়, বাদসহ আর কোন আদেশ প্রদান করেন নাই। এইরূপ অনেক বিষয়ে মুর্শিদকুলী আপনার সাহসিকতা প্রদর্শন করিতেন। বাদসাহ ফরখ সেরের নিকট হইতে নাজিম ও দেওয়ানের পদ প্রাপ্ত হইয়া মুর্শিদকুলী খী বাঙ্গলার জমীদারী বলাবস্তে বিশেষ রূপ মনোযোগ প্রদান করি "দাশগর প্রতি লেন। তিনি দেওয়ানী কার্য্যের সময়ে বাঙ্গ- কঠোর ব্যবহার । পার রাজস্ব বন্দোবস্তে প্রবৃত্ত হইয়াছিলেন বটে, কিন্তু নাজিমী পদ প্রাপ্ত না হওয়ায় তাহার পক্ষে সকল প্রকার ক্ষমতাপ্রকাশের সুবিধা সট নাই। এক্ষণে তাহার সুযোগ উপস্থিত হওয়ায়, তিনি জমীদারী ং মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, মুর্শিদকুলী সৈফ থাকে " ধার পৌত্র ও উচ্চ বংশীয় জানিয়া দৌহিত্রী নফিস খানমের সহিত

  • দিতে ইচ্ছা করিয়াছিলেন। কিন্তু সৈফ থ"। তাহাতে সম্মত

l